নেপাল ভ্রমণ গাইড (১ম পর্ব)

নেপাল দেশটাকে বিভিন্নভাবে ঘুরে আসা যায়। কেউ শুধু ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখে আসে, কেউ আবার র‍্যাফটিং, বাঙ্গি জাম্প, প্যারাগ্লাডিং আর স্পা’র প্রলোভনে নেপাল যায়, আবার কেউ সরাসরি অন্নপূর্ণা বেস ক্যাম্প আর হিমালয়ের কোল থেকে ঘুরে আসে। কিভাবে বন্ধুবান্ধব-ফ্যামিলি নিয়ে বা একা ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে আসা যায় এবং নেপাল নিয়ে কিছু খুঁটিনাটি ও পরামর্শ নেপাল ভ্রমণ গাইড সিরিজে জানানোর চেষ্টা করব।

নেপালে আমরা দুই ভাবে ভ্রমণ করতে পারি আকাশপথে (বিমানে) বা সড়কপথে (ভারতের ট্রানজিট ভিসা নিয়ে)। বিমান যোগে কিছুটা সহজ তাই এটি বর্তমানে খুব জনপ্রিয় কিন্তু সড়কপথে একটু কষ্ট হলেও বাজেট ট্রাভেলাদের জন্য পছন্দের একটা মাধ্যম। আমরা এই পোষ্ট দুইটি আলোচনা করব।

নেপাল ট্যুরিস্ট ম্যাপ

আসুন জেনে নিই আকাশ পথে (বিমানে) নেপাল যাবেন যেভাবেঃ

বাংলাদেশ থেকে বিমানে নেপাল ভ্রমণ খুব সহজ এবং জনপ্রিয়। বাংলাদেশ-নেপাল রোডে যে সব বিমান নিয়মিত Biman Bangladesh Airlines (Everyday); Us-Bangla Airlines (Sunday, Tuesday, Thursday) আসা-যাওয়া করে।

ছবিঃ বাংলাদেশ বিমান।
ছবিঃ বাংলাদেশ বিমান।

বিমান যাত্রা পূর্বে কিছু টিপসঃ

  • চেষ্টা করুন কমপক্ষে ১ মাস আগে বিমান অফিসে গিয়ে সরাসরি টিকেট বুক দিতে কারণ এতে সিট নাম্বার আগে কনফার্ম হাওয়ার সুযোগ থাকে যদিও অনেক সময় সিট আগে কনফার্ম জন্য একটা এক্সট্রা চার্জ দেওয়া লাগতে পারে।
  • যাওয়ার সময় ডান সারির সিট আর আসার সময় বাম সারির সিট নিবেন, আকাশ পরিষ্কার থাকলে কাঠমান্ডু ল্যান্ড করা বেশকিছুক্ষণ আগে মেঘের উপর দিয়ে হিমালয় আইসপিক দেখতে পারেন। আর ১৩-১৪-১৫-১৬-১৭ নাম্বার সিট গুলো এড়িয়ে যান কারণ সিটগুলো পাখার উপর থাকে।
  • ফ্লাইট ছাড়ে বাংলাদেশ সময় সকাল ১১.০৫ এ, নেপাল পৌছায় ১২.৩০ টার মধ্যে (নেপাল সময়)। নেপালের বিমান অনেক সময় কয়েকঘন্টা লেইটও ছাড়ে কারণ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর ত্রিভুবন নেপালে অবস্থিত। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলেও পর্যটকদের ভিড়ের কারণে এই ত্রিভুবন এয়ারপোর্টে দিনে প্রায় চারশ’ ফ্লাইট ওঠানামা করে। এখানে অবতরণে প্রধান বাধা বিশাল বিশাল পাহাড়। এ জন্য এই রানওয়েতে কোনো উড়োজাহাজই সোজা অবতরণ করতে পারে না। প্রথমে বিমানকে অনেক উচুতে তুলতে হয়, তারপর পাহাড় পেরোনোর পরপরই দ্রুত অবতরণ করাতে হয়। পর্বত ছাড়াও প্রায়ই ঘন কুয়াশা ঘিরে ফেলে ত্রিভুবন বিমানবন্দরকে।

ভিসা এবং ইমিগ্রেশন বিষয়েঃ

সার্কভুক্ত দেশ থেকে নেপাল অন-এরাইভাল (অর্থ্যত তাৎক্ষণিক) ভিসা দেয়া হয়।  বাংলাদেশ থেকে নেপালের এমব্যাসিতে একটি ফর্ম পূরণ করে পাসপোর্ট জমা দিয়ে পরের দিন ভিসা সহ নেওয়া যায়। অথবা আপনি চাইলে সরাসরি নেপালের ত্রিভূবন বিমান বন্দরে হাজির হয়ে একটি ফর্ম পূরণ করে ভিসা’র আবেদন করে তাৎক্ষণিক ভাবে ভিসা নিতে পারেন। ভিসার জন্য ১টি বোর্ডি কার্ড, ১টি ভিসা ফর্ম আর ১ কপি ছবি লাগে, অনেক সময় এয়ারহোস্টসরা এগুলো বিমানে দিয়ে থাকে এইক্ষেত্রে বিমান বসে ফিলাপ করে নিলে আপনার সময় বাঁচবে।

নেপালের ইমিগ্রেশন ফর্ম স্যাম্পল
ছবিঃ নেপালের ইমিগ্রেশন ফর্ম স্যাম্পল

 

নেপাল ত্রিভূবন এয়ারপোর্ট থেকে নেমে ভিতরে গেলেই দেখবেন সার্কভুক্ত দেশের লাইনে দাড়িয়ে যান সাথে এক বছরে একবার ভিসার ফি ছাড়া ভিসা লাগিয়ে নেন ১ মাসের।

আসুন জেনে নিই সড়কপথে নেপাল যাবেন যেভাবেঃ

নেপালে যদি কেউ সড়কপথে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে প্রথমে পাসপোর্ট ভারতের ভিসা থাকতে হবে মানে আগে ভারতে গিয়েছেন সেটার প্রমাণ থাকতে হবে। তারপর নেপালের ভিসা থাকতে হবে বা নিতে হবে। ধরে নিলাম আপনি আগে ভারতে একবার ভ্রমণ করে আসছেন। তাহলে আপনার এখন নেপালের ভিসা জন্য আবেদন করা করতে হবে বা নিতে হবে।

যেভাবে নেপালের ভিসার জন্য আবদেন করবেনঃ

প্রথমে আপনার যেসব পেপারস রেডি করে লাগবে জাতীয় পরিচয় পত্র/জম্ম নিবন্ধন এর কপি; ২ কপি ছবি; নাগরিক সনদপত্রের কপি, ঢাকা টু বুড়িমারি বাস রির্টান টিকিটের কপি; নেপালের হোটেল বুকিং কনফার্মেশন কপি। তারপর নেপাল ভিসা এম্বাসির ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে নিবেন। এবার ফর্ম  আর সকল পেপারস এবং মেইন পাসপোর্ট এর সাথে জমা দিবে নেপালের এম্বাসিতে। আপনার সব কিছু ঠিক থাকলে ১/২ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন।

নেপাল ভিসা আবেদন কিছু টিপসঃ

  • নেপাল এম্বাসি ঢাকার গুলশানাস্ত আমেরিকা ভিসা এম্বাসির পাশেই অবস্থিত।
  • গুগল সার্চ দিয়ে নেপালের যে কোন একটা হোটেল বুকিং করতে পারেন অথবা বুকিং ডট কম থেকেও হোটেল বুকিং করতে পারেন।
  • নেপালের ভিসা ফর্ম যে ওয়েবসাইট পাবেন https://bd.nepalembassy.gov.np/contact/ নেপালের ভিসা এম্বাসি এক বছরে একবার ভিসার ফি ছাড়া ৩০/৬০ দিনের জন্য ভিসা দিয়ে থাকে।
নেপাল ভিসা স্যাম্পল
ছবিঃ নেপাল ভিসা স্যাম্পল বাই গুগল

 

ধরে নিলাম ৩০ দিনের জন্য নেপালের ভিসা পেয়ে গেলেন। এবার আপনাকে লাগবে ভারতের ট্রানজিট ভিসা। ভারত সরকার ভুটান এবং নেপালের জন্য সাধারণত ১৫/৩০ দিনের ট্রানজিট ভিসা দিয়ে থাকে।

যেভাবে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবদেন করবেনঃ

প্রথমে আপনার যেসব পেপারস রেডি করে লাগবে জাতীয় পরিচয় পত্র/জম্ম নিবন্ধন এর কপি; ২ কপি ছবি (২“X ২“); নাগরিক সনদপত্রের কপি, বিদ্যুত বিলের ফটোকপি, ব্যাংক স্টেইটমেন্ট (১৫০ ডলার সমমূল্যের ব্যালেন্স থাকা জরুরি); ৬০০ টাকা ভিসা ফি; ঢাকা টু বুড়িমারি বাস রির্টান টিকিটের কপি; নেপালের হোটেল বুকিং কনফার্মেশন কপি। তারপর ইন্ডিয়া ভিসা এম্বাসির ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম ফিলাপ করে ডাউনলোড করে নিবেন। এবার ফর্ম  আর সকল পেপারস এবং মেইন পাসপোর্ট এর সাথে জমা দিবেন গুলশান-১ ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার(IVAC)। আপনার ডেলিভারি স্লিপের তারিখ অনুযারী ১৫/৩০ দিনের ইন্ডিয়া ট্রানজিট ভিসা সংগ্রহ করে নিন।

ইন্ডিয়ার ট্রানজিট কিছু ভিসা টিপসঃ

  • ইন্ডিয়ার ট্রানজিট ভিসা ফর্ম যে ওয়েবসাইট পাবেন https://indianvisa-bangladesh.nic.in/visa/
  • ট্রানজিট ভিসার এপ্লিকেশন পূরণ করার সময় পিতামাতার “Previous Nationality” ঘরটা অবশ্যই পূরণ করবেন। “Purpose of visit” অপশনে “Tourism”; “No. of Entry” অপশনে “Double”; “After India” অপশনে “Nepal” “Before India” অপশনে “Nepal” এবং দুইবার Have Visa/Permit এ ঠিক চিহ্ন দিন। ভারতের শিলিগুড়ির কোন হোটেলের ঠিকানা নেটে সার্চ দিয়ে “Address of Place of Stay” তে বসিয়ে দেন “Expected Date of Journey” যে দিন বাংলাদেশ থেকে রাওনা দিবেন তার পরের দিনের তারিখ বসান। আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়ে ছবি আপলোড করে প্রিন্ট আউট করে নিন।
  • আপনার যদি Indian Tourist Visa থাকে তবে Transit Visa দেয়ার সময় আগের Tourist Visa বাতিল হয়ে যাবে। এ ব্যপারটি ভিসা দেয়ার আগে IVAC থেকে আপনাকে কল দিয়ে অবগত করতে পারে।
  • ডেলিভারি স্লিপের তারিখ অনুযারী পাসপোর্ট দিতে খুব কম দেখা যায়। মোবাইল মেসেজ আসলে তবে পাসপোর্ট সংগ্রহ করতে যাওয়া উচিত। আর যদি যাত্রার আগের দিনও মেসেজ না আসলে সরাসরি আইভ্যাকে গিয়ে দুইতলার “২০৫” নাম্বার রুমে তাদের ডিরেক্টরের সাথে কথা বলুন। একটু দেরি হলেও সেইদিন পাসপোর্ট পেয়ে যাবেন।

নেপালের জন্য ভারতীয় ট্রানজিট ভিসা পাওয়ার মূল শর্ত আগে একবার ইন্ডিয়া ভ্রমণ করা থাকতে হবে এবং ভারতের ট্রানজিট জন্য এপ্লাই করার পূর্বে নেপালের ভিসা থাকতে হবে বা করে নিতে হবে। আর সকল কাগজপত্রে কোন ভুল না থাকলে কোন চিন্তা ছাড়াই পেয়ে যাবেন সড়কপথে ভারত হয়ে নেপাল যাওয়ার ট্রানজিট ভিসা।

দ্বিতীয় পর্বে আলোচনা করব কিভাবে বিমানে বা বাই রোডে কাঠমান্ডুর অবস্থান করবেন

অবশ্যই এই পর্ব আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাবেন।

আমাদের নেপাল  ভ্রমণ গাইড সিরিজ পোস্ট এর এটা ১ম পোস্ট। এর পরের পোষ্ট পোস্ট এর লিঙ্কঃ

  1. নেপাল ভ্রমণ গাইড (২য় পর্ব)
  2. নেপাল ভ্রমণ গাইড (৩য় পর্ব)
  3. নেপাল ভ্রমণ গাইড (৪র্থ পর্ব)
  4. নেপাল ভ্রমণ গাইড (শেষ পর্ব)
  5. নেপালে সাইটসিয়িং এবং বাস ভ্রমণ টিপস
  6. নেপালের খাবার এবং শপিং টিপস

Similar Posts