
fazilat / জানুয়ারী 19, 2021
মুখের চামড়া কামড়ানোর অভ্যাস: মানসিক রোগের লক্ষণ
আমাদের প্রায় সবারই কোনো না কোনো বদ অভ্যাস আছে। যেমন যখন তখন দাঁত দিয়ে নখ কাটা, নাকের মধ্যে আঙ্গুল দিয়ে ময়লা পরিষ্কার করা, কথা বলার সময় মাথা চুলকানো ইত্যাদি। এরকমই আরেকটি অভ্যাস হলো মুখের চামড়া কামড়ানো। মুখের ভেতরকার গালের নরম চামড়া, ঠোঁটের আশেপাশে চামড়া দাঁত দিয়ে চিবুতে থাকা বা ছিঁড়তে থাকা এ ধরনে অভ্যাসের মধ্যেই পড়ে। অনেক ছোট বাচ্চা আবার ছেঁড়া চামড়া জমাতে থাকে। বড়রা অবশ্যি এমনটা করে না। ৫-১০ বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই অভ্যাস দেখা যায়। পর্যবেক্ষণ করে দেখা গেছে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৭৫০ এর চেয়েও বেশী সংখ্যক লোক মুখের চামড়া কামড়িয়ে অভ্যস্ত। তবে এক্ষেত্রে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশী।
সাম্প্রতিক মন্তব্যসমূহ