ঘরে বসেই আয় করুন বাংলা ভাইব এ লিখে !

আপডেটঃ অনিবার্য কারণবশত বাংলা ভাইবে আগামী ঘোষনা না দেওয়া পর্যন্ত নতুন কোন লেখক এবং লেখা গ্রহণ করা হবে না । যাদের লেখা অপেক্ষমাণ আছে তা আমরা চেক করে পাবলিশ করবো অথবা না করলে কেন করিনি জানিয়ে দিব । নিচের লেখা আপাতত তাই আর গ্রহণযোগ্য নয়। 

 

আপনাদের সবাইকে বাংলা ভাইবে স্বাগত জানাই। বাংলা ভাইব নিয়ে এল চমৎকার একটা ব্লগিং প্রতিযোগিতা যা এখন থেকে প্রতি মাসেই চালু থাকবে ইনশা আল্লাহ। বাংলা ভাইবে লিখে আপনি পেতে পারেন প্রতি মাসের সেরা ব্লগারের পুরস্কার। এটাতো ভাল লিখলে এবং পাঠক দ্বারা সমাদৃত হলে তখন পাবেন। কিন্তু আপনার লেখা যদি বাংলা ভাইবে প্রকাশিত হয় তাহলেও আপনি পাচ্ছেন এককালীন লেখা প্রতি সম্মানী। সম্মানীটা যদিও যৎসামান্য কিন্তু যারা ভাল লিখেন তারা খুব সহজেই প্রতি মাসে একটা ভাল উপার্জন করার সুযোগ পেতে পারেন এই লেখালেখির মাধ্যমে।

bangla-vibe-make-money-online

বাংলা ভাইব কি?

বাংলা ভাইব একটা বাংলা সোশ্যাল ব্লগিং প্ল্যাটফরম। এর নামকরন করা হয়েছে বাংলা এবং ইংরেজী এই দুটি ভাষার মিশেলে। ভাইব অর্থ atmosphere বা একটা ভাল পরিবেশের মিলনস্থল । আর আমরা এখানে বাংলা ভাষায় ভাল কন্টেন্ট তথা তথ্যের মিলনস্থল করতে বদ্ধ পরিকর।

 

বাংলা ভাইব সম্পর্কে আগে আরেকটু বিস্তারিত পড়তে এই পোস্ট পড়ে নিন।

বাংলা ভাইবে আপনাকে স্বাগতম!

কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

  • আপনি আমাদের কাছে যেকোন বিষয়ের লেখা পাঠাতে পারেন।
  • লেখার স্বত্ত বাংলা ভাইব সংরক্ষন করবে যেহেতু আমরা প্রতি লেখায় সম্মানী প্রদান করবো।
  • নতুন লেখকদের লেখাপ্রতি আমরা ১০০ টাকা প্রদান করবো। নুন্যতম ৪০০ শব্দের লেখা হতে হবে। বেশী লিখলে আপনি লাভবান হবেন। যে লেখকের লেখা গড়ে ৫০০০০ বার দেখা হবে তাকে পরবর্তীতে ২০০-৫০০ টাকা লেখাপ্রতি প্রদান করা হবে। যাদের এই সম্মানীতে লেখা দিতে সমস্যা আছে তারা এড়িয়ে যেতে পারেন। অনেকেরই এই এমাউন্ট মাস শেষে অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে বিশেষ করে শিক্ষার্থীদের।
  • লেখা কপি পেস্ট করা যাবে না। পুরাতন লেখা বাংলা ভাইবে প্রকাশিত হবে না। আপনার নিজের লেখা হলেও না! তাই এভাবে লেখা দেওয়া থেকে বিরত থাকবেন। আর এমনিতেও লেখা এসেস্মেন্টের মাধ্যমে প্রকাশ করা হবে। আমরা কোয়ালিটি মেইন্টেইন করবো।
  • আপনার লেখার ইন্টেলেকচুয়াল রাইট আপনার থাকবে যদিও প্রকাশ স্বত্ব আমাদের থাকবে। তাই আপনি পরবর্তীতে আপনার নিজের সিভি কিংবা পোর্টফলিও তে এটা ব্যবহার করে আরো লেখালেখির কাজ খুব সহজেই পাবেন।

 

আচ্ছা এতো গেল প্রতি লেখার জন্য নির্ধারিত একটা সম্মানী, তাহলে পুরস্কার কিভাবে পাবো?

 

  • বাংলা ভাইবের প্রতি লেখা আমরা শেয়ার করবো। এবং যিনি লেখক তিনিও তার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন। ফলে অনেকেই পড়বেন।
  • এইভাবে যদি লেখার মান ভাল হয় এটা প্রচুর পড়া, ভিজিট এবং শেয়ার হবে। আমরা সর্বাধিক পঠিত লেখাগুলাকে পুরস্কৃত করবো প্রতি মাসেই। এই মুহুর্তে সবচেয়ে পঠিত ৩ টা লেখাকে আমরা মাসিকভাবে পুরস্কৃত করবো। সামনে আমাদের বাজেট বাড়লে আরো বাড়ানো হবে।
  • আমরা ভিউ এর ক্ষেত্রে ইউনিক ভিজিটর কাউন্ট করবো। অর্থাৎ কেউ নিজের লেখা নিজে ভিউ বাড়ালে সেটা কাউন্ট করা হবে না। প্রতি দিনের ভিজিট রিপোর্ট একটা সবার জন্য উন্মুক্ত পেইজ এ দেওয়া হবে যেন ক্লিয়ার থাকে ব্যাপারটা।
  • লেখার সাথে প্রয়োজনীয় গ্রাফিক্স আপনি দিয়ে দিবেন। আমরা নিচে সে ব্যাপারে কি সাইজ হবে তা উল্লেখ করে দিব। আর ছবিতে সম্ভব হলে বাংলা ভাইব লিখে দিবেন যদি আপনি এডিট করতে পারেন। না পারলে আমরা করে নিব আপনি দিয়ে দিবেন।
  • এই মুহুর্তে মাসিক সর্বাধিক পঠিত প্রথম পোস্ট কে ৮০০ টাকা, দ্বিতীয় পোস্ট কে ৬০০ টাকা এবং তৃতীয় পোস্ট কে ৪০০ টাকা প্রদান করা হবে। সামনে আরো বাড়ানো হবে।
  • যারা ব্লগে গঠনমূলক কমেন্ট করবেন তাদের জন্যেও থাকবে পুরস্কার! তবে অবশ্যই অনেক ভাল লেগেছে, নাইস হয়েছে এমন কমেন্ট না। লেখা পড়ে সে বিষয়ের উপর করা লাগবে। সেক্ষেত্রে প্রথমস্থান পাওয়া সর্বাধিক কমেন্টকারী পাবেন ৩০০ টাকা, দ্বিতীয়স্থান পাবে ২০০ টাকা আর তৃতীয়স্থান পাবে ১০০ টাকা।

লেখকেরা কিভাবে একটা ভালো পার্ট টাইম পেশা হিসাবে এটাকে নিতে পারেন?

আসুন একটা ম্যাথ করি, আমরা অনেকসময় এতো সুন্দর করে বিভিন্ন বিষয়ে লেখি যা লেখতে আমাদের ঘন্টা খানেকও লাগে না। এখন আপনি যদি প্রতিনিয়ত এমন ভাল লিখা লিখতে পারেন আর প্রতিদিন যদি একটা লেখাও লিখেন আপনি মাসে ৩০ টা লেখা লিখতে পারবেন। তার মানে হচ্ছে ,

৩০ x ১০০ = ৩০০০ টাকা। মাত্র ১ থেকে ২ ঘন্টা সময় দিলেই এটা সম্ভব। তার মানে পার্ট টাইম উপার্জন হিসাবে খুবই ভালো একটা পরিমানের অর্থ। আর পাশাপাশি পুরস্কার পেলে তো কথাই নাই।

আর যারা অনলাইনে আর্টিকেল পড়ে অভ্যস্থ এবং মজা পান পড়ে তাদের জন্য কমেন্ট করলে তো থাকছে কিছুটা সুযোগ। আর কিছু না হোক কিছু MB তো কেনা যাবে তাইনা? 🙂

আমি লিখতে চাই কি করবো?

আপনি প্রথমে এখানে ক্লিক করে একটা একাউন্ট করুন।

একাউন্ট রেজিস্ট্রেশন করবার পদ্ধতি দেখতে এই ভিডিও অনুসরণ করুন । একাউন্ট কনফার্ম করার পর কিভাবে লেখা লিখতে হবে তা দেখতে নিচের ভিডিও দেখে নিন।

( মনে রাখবেন ব্যবহারকারী নাম হচ্ছে   username যা দিয়ে আপনি লগইন করবেন  )

ছবির সাইজ কেমন দিতে হবে?

সব ছবি ৭৫০ পিক্সেল প্রস্থ ( width) এবং ৩৯৫ পিক্সেল লম্বা (height) দিবার চেস্টা করবেন।  এটা  থাম্বনেইল তথা ফিচার ইমেজের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য।  অন্য ইমেজ এই সাইজে হলে ভাল না হলেও খুব একটা সমস্যা হবে না। বেটার সব গুলার প্রস্থ ৭৫০ থাকা। কোন কপিরাইটেড ছবি দিবেন না দয়া করে।

 

আসুন সবাই মিলে বাংলায় গড়ে তুলি একটা তথ্য ভান্ডার। বাংলায় হোক কথোপকথন 🙂

 

কিভাবে একাউন্ট করবেন?

এই ব্যাপারে একটা চমৎকার টিউটোরিয়াল পেজ তৈরি করা হয়েছে। দেখে নিন এখানে ক্লিক করে। 

কতটুকু সম্মানী জমা হয়েছে তা কিভাবে দেখবেন?

নিচের ভিডিওটি দেখুনঃ

 

কিভাবে আপনি  earnings withdraw করবেন  ?

আপনার উইথড্র করবার মত লেখা জমা হলে এবং পাবলিশ হলে আমাদের পেইজে মেসেজ করুন

আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো নিচে দেওয়া হলঃ

যেকোন যোগাযোগ করুন ফেইসবুক পেইজেঃ https://www.facebook.com/bdbanglavibe/

আমাদের কমিউনিটি গ্রুপ জয়েন করুনঃ https://www.facebook.com/groups/banglavibe/

পেইজ লাইক করে পাশেই থাকুন এবং গ্রুপ জয়েন করে নিয়মিত সবার সাথে শেয়ার করুন আপনার মনের কথা ।

বিশেষ সংযুক্তি:

বাংলা ভাইব আপডেট – জানুয়ারী ২০২১
===========================

১। লেখার নূন্যতম শব্দ সংখ্যা ৪০০ থেকে বৃদ্ধি করে ৫০০ করা হয়েছে। শব্দ সংখ্যা এর চেয়ে কম হলে লেখা গ্রহণ করা হবে না।

২। কোন লেখকের লেখা বাংলাভাইবে প্রকাশিত হলে তা লেখকের নিজ ফেসবুক প্রোফাইলে শেয়ার করা বাধ্যতামূলক। উক্ত পোস্টের প্রাইভেসি পাবলিক করে দিতে হবে এবং পোস্টে #banglavibe হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

৩। স্বাস্থ্য-বিষয়ক লেখাগুলোতে বর্ণিত তথ্যের রেফারেন্স দেওয়া আবশ্যক। অন্যথায় লেখা গৃহীত হবে না।

৪। অনলাইন কিংবা অফলাইনে প্রকাশিত বই, জার্নাল , ম্যাগাজিন ইত্যাদি হতে কোন লেখা হুবহু কপি-পেষ্ট করে পাঠালে, তাকে চিরতরে বাংলাভাইব হতে ব্যান করা হবে।

৫। নতুন পুরাতন সমস্ত লেখকদের জন্য ফ্রেন্ডলিস্টের কমপক্ষে ১০০ জনকে বাংলা ভাইব ফেসবুক গ্রুপে ইনভাইট করা বাধ্যতামূলক। ইনভাইট না করা হলে তার কোন লেখা পাবলিশ করা হবে না।

৬। প্রতি ১০০ জনকে বাংলাভাইব গ্রুপে ইনভাইট করলে, কফি ট্রিট হিসেবে ২০ টাকা করে প্রদান করা হবে (লেখকদের জন্য প্রযোজ্য নয়)। কফি ট্রিট এর টাকা মোবাইল রিচার্জ হিসেবে কিংবা বিকাশে নেওয়া যাবে। বিস্তারিত দেখুন এই লিঙ্কে- https://www.facebook.com/groups/banglavibe/permalink/1008503996312132/

৭। বাংলা ভাইবে নতুন বিভাগ হিসেবে ভিডিও সেগমেন্ট চালু করা হয়েছে। ভিডিও প্রতি নির্দিষ্ট হারে সম্মানী প্রদান করা হবে।(বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে)

৮। ফেক একাউন্ট প্রতিরোধে এবং অন্যান্য নিরাপত্তাজনিত কারণে সম্মানিত লেখকদের ( জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স অথবা শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত আইডি ইত্যাদির মধ্য হতে ) যেকোন একটি আইডির ফটো অথবা স্ক্যান-কপি এবং একটি ছবি বাংলা ভাইব এ জমা দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে তার কোন লেখা বাংলা ভাইবে প্রকাশ করা হবে না এবং তিনি সম্মানী প্রাপ্তির অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। তাই উল্লেখিত প্রকারের আইডি সমূহ হতে যে কোন একটির ফটো কিংবা স্ক্যান-কপি এবং একটি ছবি পেজের ইনবক্সে কিংবা ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হল।

ভিডিও সেগমেন্টের নিয়মাবলী :

১। ১০ মিনিট বা তার চেয়ে বেশি দীর্ঘ প্রতিটি ভিডিও এর জন্য ১৫০ টাকা এবং ৫ থেকে ১০ মিনিট দীর্ঘ ভিডিও এর জন্য ১০০ টাকা হারে সম্মানী প্রদান করা হবে।
২। ভিডিও এর দৈর্ঘ্য ৫ মিনিট এর কম হলে তা গ্রহণ করা হবে না।
৩। ভিডিও এর সাথে অবশ্যই বাংলাতে ভয়েস ওভার থাকতে হবে।
৪। অন্য কারো ভিডিও ফুটেজ কাট-ছাটঁ করে বানানো ভিডিও গ্রহণযোগ্য নয়।

 

Similar Posts

118 Comments

  1. ami konovabei apnader blog e account create korte parchi na .username ,email deoar por email verification link click kore password set korte bole ,oi link e click korle bole “email link is not correct, choose a new link from below” kintu niche kono link nai.somadan janaben..

    1. আপনি লেখতে চাচ্ছেন জেনে আমরা আনন্দিত। বাংলিশ এ না লিখে বাংলা ফন্টে লেখার আহ্বান রইলো। আর আপনার একাউন্ট তৈরি হয়েছে। আপনি পাসওয়ার্ড রিসেট করুন, আশা করি ঠিকমত হবে এরপর। তাও না হলে আমাকে জানাবেন কমেন্ট করে আমি একটা টেম্পরারি পাসওয়ার্ড দিয়ে দিব। এরপর আপনি চেঞ্জ করে নিবেন।

  2. আপনি লেখতে চাচ্ছেন জেনে আমরা আনন্দিত। বাংলিশ এ না লিখে বাংলা ফন্টে লেখার আহ্বান রইলো। আর আপনার একাউন্ট তৈরি হয়েছে। আপনি পাসওয়ার্ড রিসেট করুন, আশা করি ঠিকমত হবে এরপর। তাও না হলে আমাকে জানাবেন কমেন্ট করে আমি একটা টেম্পরারি পাসওয়ার্ড দিয়ে দিব। এরপর আপনি চেঞ্জ করে নিবেন।

    1. ভাই আমিও লেখতে চাই এখানে।।কিন্তু একাউন্ট খোলার জন্য সব দেই কিন্তু ভেরিফাই চায়।কিন্তু তা বুঝতে পারছি না।। কয়েকটি ছবি আসে।।দয়া করে একাউন্টা খুলার জন্য সাহায্য করুন।

      1. আপনি আপনার সমস্যাটার একটি স্ক্রীণশট নিয়ে আমাদের পেজের ইনবক্স এ পাঠিয়ে দিন। আমরা সমাধান করার চেষ্টা করবো।

  3. মেসেজ এর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।আমি পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করেছি কিন্ত হচ্চে না।আপনি একটু দয়া করে পাসওয়ার্ড দিয়ে দিলে ভাল হয়।
    ধন্যবাদ

    1. আপনি লেখতে চাচ্ছেন জেনে আমরা আনন্দিত। বাংলিশ এ না লিখে বাংলা ফন্টে লেখার আহ্বান রইলো। পেমেন্ট বিকাশ এবং ব্যাংক একাউন্টে দেওয়া হয়। কোন মিনিমাম থ্রেশহোল্ড নাই। অর্থ্যাৎ যা আয় করা হবে তা মাস শেষে দিয়ে দেওয়া হবে। তবে মিনিমাম ৫০০ টাকা লাগবে ব্যাংক এর মাধ্যমে যদি নেন তখন। বিকাশে নিলে কোন মিনিমাম নাই।

  4. ধন্যবাদ কিন্তু ব্যালান্স কোথায় দেখতে পাবো…আমি আসলে খুঁজে পাচ্ছি না তাই হেল্প চাচ্ছিলাম

    1. আপনি আপনার ইমেইল এড্রেস দিয়ে লগিন করবার চেস্টা করুন। এরপরো না হলে আমাদের পেইজে মেসেজ করে সাহায্য নিন।
      Page link : https://www.facebook.com/bdbanglavibe/
      -মিজানুর রহমান মিজান
      লিড এডিটর, বাংলা ভাইব

  5. আমি ২টি পোস্ট করেছি আপনাদের সাইটে,দেখুন এবং দয়া করে জানাবেন আপনার সাজেশন, আমি কন্টিনিউ আপনাদের সাথে থাক চাই। ধন্যবাদ

    1. আপনার আগ্রহের জন্য অনেক অভিনন্দন। অবশ্যই দেওয়া হবে। তবে সেক্ষেত্রে আমরা পেওনিয়ার এ বাংলাদেশী টাকার সমমানের ডলার দিতে পারবো। এছাড়াও আমাদের ইন্ডিয়াতে প্রতিনিধি আছে। আশা করছি একটা উপায়ে আপনাকে পে করা যাবে। পেওনিয়ার একাউন্ট না থাকলে এই লিংকের মাধ্যমে করে নিন।
      Register to Payoneer

  6. আসসালামুওয়ালাইকুম, আমার ১ টা পোস্ট পেন্ডিং এ আছে। যদি পোস্টগুলিতে কোনো সমস্যা থেকে থাকে তবে জানিয়ে দিলে ভালো হয়। তাতে করে ভুলগুলো শুধরে নিতে পারবো সবাই। আর ভুলগুলো বলে দিলে পরবর্তীতে যেনো সেরকম ভুল না হয় তার চেষ্টা করবো। ধন্যবাদ

  7. আসসালামুওয়ালাইকুম, আমার ৩ টা পোস্ট পেন্ডিং এ আছে। যদি পোস্টগুলিতে কোনো সমস্যা থেকে থাকে তবে জানিয়ে দিলে ভালো হয়। তাতে করে ভুলগুলো শুধরে নিতে পারবো সবাই। আর ভুলগুলো বলে দিলে পরবর্তীতে যেনো সেরকম ভুল না হয় তার চেষ্টা করবো। ধন্যবাদ

    1. আপনার “কিভাবে সূর্য থেকে ভিটামিন ডি পাবেন” এর পোস্ট টি কোন ইংলিশ বা অন্য লেখা থেকে অনুবাদকৃত বলে আমাদের ধারনা। এতে সমস্যা নাই। তবে এখানে কিছু কিছু বাক্য আপনি সঠিকভাবে বাংলায় লিখেন নি এবং লেখাগুলো পড়ে বোধগম্য হচ্ছে না । তাই সঠিক শব্দ চয়ন করে এটাকে এডিট করে দিন।

      বাকি গুলাও আমরা চেক করছি।

    1. জ্বী পাবেন। আমরা এই মুহুর্তে নুন্যতম ২ টি লেখা লেখার পর মাসের শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সম্মানী প্রদান করে থাকি। আপনার সাথে আগামী মাসের শুরুতে যোগাযোগ করা হবে ইণশা আল্লাহ

  8. লেখা জমা হবার পর যদি ডিলিট করতে চাই , তাহলে সেটা কিভাবে করবো। অনুগ্রহ করে জানাবেন।

    1. https://banglavibe.com/wp-admin
      এই লিংকে গেলে পোস্ট অংশ থেকে পারবেন রিমুভ করতে। আর করা না গেলে পেন্ডিং পোস্ট লিঙ্ক এখানে দিলে আমরা এডমিনরা করে দিব। একবার প্রকাশিত লেখা রিমুভ করা সম্ভব নয়। যদি সেটা প্রকাশিত না হয় আপনি রিমুভ করতে পারবেন।

  9. আমি আপনাদের ওয়েবসাইটে লিখতে চাই।আমি কি আপনাদের ওয়েবসাইটে টেকনোলজি রিলেটেট কোন লেখা লিখতে পারব?

  10. আমি বারবার পাসওয়ার্ড সেট করে ও একাউন্ট কমপ্লিট করতে পারছিনা।দয়া করে আমার একাউন্টের জন্য আপনি একটি পাসওয়ার্ড সেট করে দিবেন টেম্পোরারিলি?

    ধন্যবাদ

  11. আমি ত্রিশোর্ধ নারী শিরোনামে একটা কন্টেন্ট জমা দিয়েছি,দয়া করে দেখবেন সব ঠিক আছে কিনা?

  12. আমি বাংলা ভাইবে লেখালেখি করতে আগ্রহী। লেখা জমা দেয়ার ব্যাপারে আমার ২টা প্রশ্ন আছে।

    ১/ বাংলা ভাইবে কি মুভি রিভিউ নিয়ে লেখা দেয়া যাবে?
    ২/ লেখার ব্যাপারে কি ছদ্মনাম ব্যবহার করা যাবে?

    অগ্রীম ধন্যবাদ।

    1. আপনার মতামতের জন্য ধন্যবাদ । আপনার প্রশ্নের উত্তর নিচে দেবার চেষ্টা করেছিঃ

      ১) এই মুহুর্তে আমরা মুভি রিভিও নিয়ে লিখতে নিরুৎসাহিত করছি । আপনি অন্য যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন ।
      ২) জ্বী, ছদ্মনাম ব্যবহার করতে পারবেন । তবে লেখা আমরা মৌলিক কিনা যাচাই করে দেখবো ।

    1. SmartPhone Review নিয়ে লেখা যাবে না । টেক নিউজ নিয়ে লেখা যাবে তবে এইসব বিষয় আমরা নিরুৎসাহিত করি । কারণ এইগুলা নিয়ে কিছুদিন পর আর পাঠক এর কাছে আগ্রহ থাকে না । তাই এমন লেখা লেখার চেষ্টা করুন যা কয়েক বছর পাঠক পড়বে ।

  13. আমি পশ্চিমবঙ্গে থাকি | আমি কি এই সাইটে লেখা জমা দিতে পারি?
    যদি আমার লেখা নির্বাচিত হয় এবং আমি সম্মানি পাওয়ার উপযুক্ত হই, তাহলে কিভাবে আমি টাকা পাবো?

  14. আমি লিখতে চাই।
    একাউন্ট করার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না। মেইল এ্যাড্রেস দিয়েছি, কোন মেইল পাইনি। কমেন্টগুলো পড়ে বুঝতে পারছি না। আমার একাউন্ট হয়েছে কিনা বা কোথায় কিভাবে লেখা শুরু করবো বিস্তারিত জানতে চাচ্ছি।

  15. আমি আপনার ওয়েবসাইটে লিখতে চাই। এখনও কি উপরে দেওয়া আর্টিকেল রাইটিং এর মাধ্যমে উপার্জনের সুযোগটি আছে? আমি সাইন আপ করার সকল পদ্ধতি সঠিকভাবে সম্পন্ন করেও সাইন আপ করতে পারছি না। দয়া করে জানালে উপকৃত হব।

    1. জ্বী, যে কেউ বাংলা ভাইবের নিয়ম মেনে লেখা পাঠাতে পারবেন, প্রকাশিত হলে নিয়মানুসারে সম্মানী পাবেন।

  16. আলহামদুলিল্লাহ, রেজিস্ট্রেশান করেছি। প্রযুক্তি বিষয়ে লিখতে চাই। জানতে চাই, পেমেন্ট কিসের ভিত্তিতে এবং কতদিন পর করা হবে? জানালে উপকৃত হব।

    1. বাংলা ভাইবে আপনাকে স্বাগতম। বাংলা ভাইবে যে কেউ মানসম্মত লেখা পাঠাতে পারবেন। লেখা প্রকাশিত হলে,নিয়মানুসারে সম্মানি দেওয়া হবে।

  17. ভাইয়া আমিও লিখতে চাই।
    আমার প্রশ্ন হলো আমি আমার লেখা যখন জমা করব তা কতক্ষণে প্রকাশ করা হবে?
    আর সম্মানী কি নতুন লেখকদের দেওয়া হবে?কীভাবে দেওয়া হবে?

    1. বাংলা ভাইবে আপনাকে স্বাগতম। আপনার প্রশ্নের উত্তর নিচে দেবার চেষ্টা করেছিঃ
      ১) এডিটরিয়াল টিম কর্তৃক এপ্রোভ হলে স্বাভাবিকভাবে ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশিত হবে।
      ২) জী, আর্টিকেল প্রকাশিত হলে দেওয়া হবে।
      ৩) বিকাশের মাধ্যমে দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা অচিরেই বাংলা ভাইবের অফিসিয়াল পেজ এবং সাইটে আসবে ।

  18. স্যার, ব্লগে লেখার বিষয়ে আমার বিন্দু পরিমাণ অভিজ্ঞতা ছিলনা আর বিষয়টা আমার গোচরীভূতও ছিলনা। তবে আজ একটা মোবাইল অ্যাপস ডাউনলোড করতে গিয়ে অনলাইনে লেখালেখির বিষয়টা চোখে পড়ে। তাই আগ্রহের সহিত ব্লগ বিষয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে ফেসবুক পেইজে আমার কিছু কবিতা সংরক্ষন রাখার জন্য পোষ্ট করে থাকি । আমি আপনার পেইজে লিখতে ইচ্ছুক । যদি আপনি করে দেন । তাহলে ইনশাআল্লাহ ছোট গল্প ও লিখতে পারবো। স্যার এ ব্যাপারে আপনার মতামত আশা করছি।

    1. বাংলা ভাইবে আপনাকে স্বাগতম। বাংলা ভাইবে যে কেউ মানসম্মত লেখা পাঠাতে পারবেন। বাংলা ভাইবে লেখালেখি শুরু করার জন্য যা যা প্রয়োজন তা পোস্টে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। আপনি পোস্ট এবং পোস্টে উল্লেখিত ভিডিও গুলোর নির্দেশনা অনুসারে একাউন্ট তৈরি করে লেখালেখি শুরু করে দিতে পারেন।
      যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ফেইসবুক পেইজেঃ https://www.facebook.com/bdbanglavibe/
      আমাদের কমিউনিটি গ্রুপ জয়েন করুনঃ https://www.facebook.com/groups/banglavibe/

  19. একসাথে কয়েকটা লেখা পাঠালে এবং লেখাগুলো যদি মানসম্মত হয় তবে কি ওগুলা একসাথে একদিনে ছাপানো হবে? নাকি আলাদা আলাদা দিনে।

    1. একই দিনে হতে পারে আবার পরপর কয়েকদিনেও হতে পারে। বিষয়টা নির্ভর করছে আমাদের হাতে কি পরিমাণ লেখা আছে তার উপর এবং লেখাগুলো যদি একি ধাঁচের হয় তার উপরও।

  20. মিজানুর রহমান মিজান ভাই আমি নতুন একাউন্ট খোলছি।আমি কি এখানে গল্প লেখতে পারবো নাকি অন্য বিষয় নিয়ে লিখতে হবে।

    1. আমার লেখা থেকে উপার্জিত টাকা আমার ব্যাংক একাউন্টে আসার প্রক্রিয়াটা অনুগ্রহ করে বলে দেবেন ।

    1. আপনি যখন সম্মনী পাবার উপযুক্ত হবেন( অর্থাৎ কমপক্ষে ২টি লেখা বাংলাভাইবে প্রকাশিত হবে) তখন আমরা আপনার কাছে পেমেন্ট সংক্রান্ত তথ্য চেয়ে একটি ফর্ম পাঠাবো। সেখানে আপনি বিকাশ নাম্বার বা ব্যাঙ্ক একাউন্ট নাম্বার উল্লেখ করে দিবেন।

      1. উক্ত ফর্ম পূরণ করার কতদিনের ভেতর টাকা আসবে? আর শুধু কি লেখার সম্মানীটুকুই আসবে নাকি যারা সর্বোচ্চ কমেন্ট কিংবা ভিজিটরের ভিত্তিতে যে পুরস্কারটা আসার কথা সেটাও একসাথে আসবে?

        1. প্রতি মাসের ২০ তারিখে আমরা পেমেন্ট করে থাকি। আর এটার সাথে সর্বোচ্চ কমেন্ট কিংবা ভিজিটরের ভিত্তিতে যে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে তার কোন সম্পর্ক নেই।

          যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ফেইসবুক পেইজেঃ https://www.facebook.com/bdbanglavibe/
          আমাদের কমিউনিটি গ্রুপ জয়েন করুনঃ https://www.facebook.com/groups/banglavibe/

  21. আপনাদের এখানে বিভিন্ন খাবারের ইতিহাস এবং বিভিন্ন দেশের সংস্কৃতি নিয়ে লেখা যাবে ?

  22. আমি লগ ইন করেছি ৷ আমি লিখতে ইচ্ছুক। Post pay counter এ দেখলাম সব লেখকের author ID আছে ৷ এই author ID কিভাবে পাব?

    1. এটির জন্য কিছু করতে হবে না। একাউন্ট করলে স্বয়ংক্রিয় ভাবে এটি ক্রিয়েট হয়।

  23. অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি account করতে সফল হইনি।আপনাদের সাথে যুক্ত হতে চাচ্ছি তাই help দরকার।

      1. login করতে পারছিনা।বারবার বলে password ঠিক না। যদি forgot দিয়ে আবার login করতে যাই ততবারই বলে ঠিক নেই। কিছুই যদি না নেয় কিভাবে login করবো। এতো বিষম সমস্যা হয়ে গেল।

  24. আমি এই সাইটে নিবন্ধন করেছি। কিন্তু আমার ই-মেইলে আপনাদের কাছ থেকে কোনো বার্তা পাইনি। আমি এই সাইটে লিখতে চাই। এখন আমাকে কি করতে হবে দয়া করে বলবেন।

  25. একাউন্ট খুলেছি কিন্তু লগ ইন করতে পারছি না। বারবার পাসওয়ার্ড incorrect লেখা আসে৷ পাসওয়ার্ড পরিবর্তন করার পরও একই লেখা আসে।

  26. অনেক ভালো একটি উদ্যোগ বিশেষ করে এই সময়ে যখন অনেক স্টুডেন্টই তাদের একমাত্র উপার্জনের উৎস টিউশনি আর কন্টিনিঊ করতে পারছে না। এখানে লেখালেখি করে মাস শেষে প্রায় সমপরিমাণ অর্থ উপার্জন করার সুযোগ পাবে তারা। ধন্যবাদ Bangla Vibe-কে এতো ভালো একটি প্লাটফর্ম ক্রিয়েট করেছেন উঠতি লেখকদের জন্য।

  27. I have opened an account on Bangla Vibe. I want to be clear about a few things. Please help me.
    My questions …
    1. Is it possible to submit more than 400 words and more than one text?
    2. Can text be submitted without adding pictures?
    3. Will you pay monthly?

    1. প্রকাশ করা গল্প বলতে কি প্রকাশের জন্য জমাদানকৃত লেখাগুলোকে বুঝিয়েছেন? হ্যা, লেখার সাথে ফিচার ছবি দেওয়া বাধ্যতামূলক।

    1. পূর্বে ইন্টারনেটে কোথাও প্রকাশিত হয়নি এরকম মৌলিক বাংলা লেখা আমাদের কাছে পাঠাতে পারেন। লেখা প্রকাশযোগ্য হলে প্রকাশ করা হবে এবং নিয়ম অনুযায়ী সম্মানী প্রদান করতে হবে।

  28. আসসালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
    ভাই, আপনারা কি আপনাদের ওয়েবসাইটে কোনো ধরনের হারাম বিজ্ঞাপন প্রকাশ করে থাকেন? মানে ধরেন আমি আপনাদের ওয়েবসাইটে যদি আমার কোনো আর্টিকেল জমা দেই তাহলে আমার উপার্জন কি হালাল হবে?

    জাযাকাল্লাহু খাইরান।

    1. ওয়ালাইকুম আস সালাম, আমরা চেষ্টা করি ফিল্টারিং করে যথাসম্ভব হারাম এড থেকে বেঁচে থাকতে। আর হালাল হবে কি না এটি আপনি কোন বিজ্ঞ মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিলে ভাল হয়।

Comments are closed.