bangla-vibe-make-money-online

মিজানুর রহমান মিজান / এপ্রিল 24, 2018

ঘরে বসেই আয় করুন বাংলা ভাইব এ লিখে !

শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে

আপডেটঃ অনিবার্য কারণবশত বাংলা ভাইবে আগামী ঘোষনা না দেওয়া পর্যন্ত নতুন কোন লেখক এবং লেখা গ্রহণ করা হবে না । যাদের লেখা অপেক্ষমাণ আছে তা আমরা চেক করে পাবলিশ করবো অথবা না করলে কেন করিনি জানিয়ে দিব । নিচের লেখা আপাতত তাই আর গ্রহণযোগ্য নয়। 

 

আপনাদের সবাইকে বাংলা ভাইবে স্বাগত জানাই। বাংলা ভাইব নিয়ে এল চমৎকার একটা ব্লগিং প্রতিযোগিতা যা এখন থেকে প্রতি মাসেই চালু থাকবে ইনশা আল্লাহ। বাংলা ভাইবে লিখে আপনি পেতে পারেন প্রতি মাসের সেরা ব্লগারের পুরস্কার। এটাতো ভাল লিখলে এবং পাঠক দ্বারা সমাদৃত হলে তখন পাবেন। কিন্তু আপনার লেখা যদি বাংলা ভাইবে প্রকাশিত হয় তাহলেও আপনি পাচ্ছেন এককালীন লেখা প্রতি সম্মানী। সম্মানীটা যদিও যৎসামান্য কিন্তু যারা ভাল লিখেন তারা খুব সহজেই প্রতি মাসে একটা ভাল উপার্জন করার সুযোগ পেতে পারেন এই লেখালেখির মাধ্যমে।

বাংলা ভাইব কি?

বাংলা ভাইব একটা বাংলা সোশ্যাল ব্লগিং প্ল্যাটফরম। এর নামকরন করা হয়েছে বাংলা এবং ইংরেজী এই দুটি ভাষার মিশেলে। ভাইব অর্থ atmosphere বা একটা ভাল পরিবেশের মিলনস্থল । আর আমরা এখানে বাংলা ভাষায় ভাল কন্টেন্ট তথা তথ্যের মিলনস্থল করতে বদ্ধ পরিকর।

 

বাংলা ভাইব সম্পর্কে আগে আরেকটু বিস্তারিত পড়তে এই পোস্ট পড়ে নিন।

বাংলা ভাইবে আপনাকে স্বাগতম!

কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

  • আপনি আমাদের কাছে যেকোন বিষয়ের লেখা পাঠাতে পারেন।
  • লেখার স্বত্ত বাংলা ভাইব সংরক্ষন করবে যেহেতু আমরা প্রতি লেখায় সম্মানী প্রদান করবো।
  • নতুন লেখকদের লেখাপ্রতি আমরা ১০০ টাকা প্রদান করবো। নুন্যতম ৪০০ শব্দের লেখা হতে হবে। বেশী লিখলে আপনি লাভবান হবেন। যে লেখকের লেখা গড়ে ৫০০০০ বার দেখা হবে তাকে পরবর্তীতে ২০০-৫০০ টাকা লেখাপ্রতি প্রদান করা হবে। যাদের এই সম্মানীতে লেখা দিতে সমস্যা আছে তারা এড়িয়ে যেতে পারেন। অনেকেরই এই এমাউন্ট মাস শেষে অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে বিশেষ করে শিক্ষার্থীদের।
  • লেখা কপি পেস্ট করা যাবে না। পুরাতন লেখা বাংলা ভাইবে প্রকাশিত হবে না। আপনার নিজের লেখা হলেও না! তাই এভাবে লেখা দেওয়া থেকে বিরত থাকবেন। আর এমনিতেও লেখা এসেস্মেন্টের মাধ্যমে প্রকাশ করা হবে। আমরা কোয়ালিটি মেইন্টেইন করবো।
  • আপনার লেখার ইন্টেলেকচুয়াল রাইট আপনার থাকবে যদিও প্রকাশ স্বত্ব আমাদের থাকবে। তাই আপনি পরবর্তীতে আপনার নিজের সিভি কিংবা পোর্টফলিও তে এটা ব্যবহার করে আরো লেখালেখির কাজ খুব সহজেই পাবেন।

 

আচ্ছা এতো গেল প্রতি লেখার জন্য নির্ধারিত একটা সম্মানী, তাহলে পুরস্কার কিভাবে পাবো?

 

  • বাংলা ভাইবের প্রতি লেখা আমরা শেয়ার করবো। এবং যিনি লেখক তিনিও তার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন। ফলে অনেকেই পড়বেন।
  • এইভাবে যদি লেখার মান ভাল হয় এটা প্রচুর পড়া, ভিজিট এবং শেয়ার হবে। আমরা সর্বাধিক পঠিত লেখাগুলাকে পুরস্কৃত করবো প্রতি মাসেই। এই মুহুর্তে সবচেয়ে পঠিত ৩ টা লেখাকে আমরা মাসিকভাবে পুরস্কৃত করবো। সামনে আমাদের বাজেট বাড়লে আরো বাড়ানো হবে।
  • আমরা ভিউ এর ক্ষেত্রে ইউনিক ভিজিটর কাউন্ট করবো। অর্থাৎ কেউ নিজের লেখা নিজে ভিউ বাড়ালে সেটা কাউন্ট করা হবে না। প্রতি দিনের ভিজিট রিপোর্ট একটা সবার জন্য উন্মুক্ত পেইজ এ দেওয়া হবে যেন ক্লিয়ার থাকে ব্যাপারটা।
  • লেখার সাথে প্রয়োজনীয় গ্রাফিক্স আপনি দিয়ে দিবেন। আমরা নিচে সে ব্যাপারে কি সাইজ হবে তা উল্লেখ করে দিব। আর ছবিতে সম্ভব হলে বাংলা ভাইব লিখে দিবেন যদি আপনি এডিট করতে পারেন। না পারলে আমরা করে নিব আপনি দিয়ে দিবেন।
  • এই মুহুর্তে মাসিক সর্বাধিক পঠিত প্রথম পোস্ট কে ৮০০ টাকা, দ্বিতীয় পোস্ট কে ৬০০ টাকা এবং তৃতীয় পোস্ট কে ৪০০ টাকা প্রদান করা হবে। সামনে আরো বাড়ানো হবে।
  • যারা ব্লগে গঠনমূলক কমেন্ট করবেন তাদের জন্যেও থাকবে পুরস্কার! তবে অবশ্যই অনেক ভাল লেগেছে, নাইস হয়েছে এমন কমেন্ট না। লেখা পড়ে সে বিষয়ের উপর করা লাগবে। সেক্ষেত্রে প্রথমস্থান পাওয়া সর্বাধিক কমেন্টকারী পাবেন ৩০০ টাকা, দ্বিতীয়স্থান পাবে ২০০ টাকা আর তৃতীয়স্থান পাবে ১০০ টাকা।

লেখকেরা কিভাবে একটা ভালো পার্ট টাইম পেশা হিসাবে এটাকে নিতে পারেন?

আসুন একটা ম্যাথ করি, আমরা অনেকসময় এতো সুন্দর করে বিভিন্ন বিষয়ে লেখি যা লেখতে আমাদের ঘন্টা খানেকও লাগে না। এখন আপনি যদি প্রতিনিয়ত এমন ভাল লিখা লিখতে পারেন আর প্রতিদিন যদি একটা লেখাও লিখেন আপনি মাসে ৩০ টা লেখা লিখতে পারবেন। তার মানে হচ্ছে ,

৩০ x ১০০ = ৩০০০ টাকা। মাত্র ১ থেকে ২ ঘন্টা সময় দিলেই এটা সম্ভব। তার মানে পার্ট টাইম উপার্জন হিসাবে খুবই ভালো একটা পরিমানের অর্থ। আর পাশাপাশি পুরস্কার পেলে তো কথাই নাই।

আর যারা অনলাইনে আর্টিকেল পড়ে অভ্যস্থ এবং মজা পান পড়ে তাদের জন্য কমেন্ট করলে তো থাকছে কিছুটা সুযোগ। আর কিছু না হোক কিছু MB তো কেনা যাবে তাইনা? 🙂

আমি লিখতে চাই কি করবো?

আপনি প্রথমে এখানে ক্লিক করে একটা একাউন্ট করুন।

একাউন্ট রেজিস্ট্রেশন করবার পদ্ধতি দেখতে এই ভিডিও অনুসরণ করুন । একাউন্ট কনফার্ম করার পর কিভাবে লেখা লিখতে হবে তা দেখতে নিচের ভিডিও দেখে নিন।

( মনে রাখবেন ব্যবহারকারী নাম হচ্ছে   username যা দিয়ে আপনি লগইন করবেন  )

ছবির সাইজ কেমন দিতে হবে?

সব ছবি ৭৫০ পিক্সেল প্রস্থ ( width) এবং ৩৯৫ পিক্সেল লম্বা (height) দিবার চেস্টা করবেন।  এটা  থাম্বনেইল তথা ফিচার ইমেজের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য।  অন্য ইমেজ এই সাইজে হলে ভাল না হলেও খুব একটা সমস্যা হবে না। বেটার সব গুলার প্রস্থ ৭৫০ থাকা। কোন কপিরাইটেড ছবি দিবেন না দয়া করে।

 

আসুন সবাই মিলে বাংলায় গড়ে তুলি একটা তথ্য ভান্ডার। বাংলায় হোক কথোপকথন 🙂

 

কিভাবে একাউন্ট করবেন?

এই ব্যাপারে একটা চমৎকার টিউটোরিয়াল পেজ তৈরি করা হয়েছে। দেখে নিন এখানে ক্লিক করে। 

কতটুকু সম্মানী জমা হয়েছে তা কিভাবে দেখবেন?

নিচের ভিডিওটি দেখুনঃ

 

কিভাবে আপনি  earnings withdraw করবেন  ?

আপনার উইথড্র করবার মত লেখা জমা হলে এবং পাবলিশ হলে আমাদের পেইজে মেসেজ করুন

আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো নিচে দেওয়া হলঃ

যেকোন যোগাযোগ করুন ফেইসবুক পেইজেঃ https://www.facebook.com/bdbanglavibe/

আমাদের কমিউনিটি গ্রুপ জয়েন করুনঃ https://www.facebook.com/groups/banglavibe/

পেইজ লাইক করে পাশেই থাকুন এবং গ্রুপ জয়েন করে নিয়মিত সবার সাথে শেয়ার করুন আপনার মনের কথা ।

বিশেষ সংযুক্তি:

বাংলা ভাইব আপডেট – জানুয়ারী ২০২১
===========================

১। লেখার নূন্যতম শব্দ সংখ্যা ৪০০ থেকে বৃদ্ধি করে ৫০০ করা হয়েছে। শব্দ সংখ্যা এর চেয়ে কম হলে লেখা গ্রহণ করা হবে না।

২। কোন লেখকের লেখা বাংলাভাইবে প্রকাশিত হলে তা লেখকের নিজ ফেসবুক প্রোফাইলে শেয়ার করা বাধ্যতামূলক। উক্ত পোস্টের প্রাইভেসি পাবলিক করে দিতে হবে এবং পোস্টে #banglavibe হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

৩। স্বাস্থ্য-বিষয়ক লেখাগুলোতে বর্ণিত তথ্যের রেফারেন্স দেওয়া আবশ্যক। অন্যথায় লেখা গৃহীত হবে না।

৪। অনলাইন কিংবা অফলাইনে প্রকাশিত বই, জার্নাল , ম্যাগাজিন ইত্যাদি হতে কোন লেখা হুবহু কপি-পেষ্ট করে পাঠালে, তাকে চিরতরে বাংলাভাইব হতে ব্যান করা হবে।

৫। নতুন পুরাতন সমস্ত লেখকদের জন্য ফ্রেন্ডলিস্টের কমপক্ষে ১০০ জনকে বাংলা ভাইব ফেসবুক গ্রুপে ইনভাইট করা বাধ্যতামূলক। ইনভাইট না করা হলে তার কোন লেখা পাবলিশ করা হবে না।

৬। প্রতি ১০০ জনকে বাংলাভাইব গ্রুপে ইনভাইট করলে, কফি ট্রিট হিসেবে ২০ টাকা করে প্রদান করা হবে (লেখকদের জন্য প্রযোজ্য নয়)। কফি ট্রিট এর টাকা মোবাইল রিচার্জ হিসেবে কিংবা বিকাশে নেওয়া যাবে। বিস্তারিত দেখুন এই লিঙ্কে- https://www.facebook.com/groups/banglavibe/permalink/1008503996312132/

৭। বাংলা ভাইবে নতুন বিভাগ হিসেবে ভিডিও সেগমেন্ট চালু করা হয়েছে। ভিডিও প্রতি নির্দিষ্ট হারে সম্মানী প্রদান করা হবে।(বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে)

৮। ফেক একাউন্ট প্রতিরোধে এবং অন্যান্য নিরাপত্তাজনিত কারণে সম্মানিত লেখকদের ( জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স অথবা শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত আইডি ইত্যাদির মধ্য হতে ) যেকোন একটি আইডির ফটো অথবা স্ক্যান-কপি এবং একটি ছবি বাংলা ভাইব এ জমা দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে তার কোন লেখা বাংলা ভাইবে প্রকাশ করা হবে না এবং তিনি সম্মানী প্রাপ্তির অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। তাই উল্লেখিত প্রকারের আইডি সমূহ হতে যে কোন একটির ফটো কিংবা স্ক্যান-কপি এবং একটি ছবি পেজের ইনবক্সে কিংবা ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হল।

ভিডিও সেগমেন্টের নিয়মাবলী :

১। ১০ মিনিট বা তার চেয়ে বেশি দীর্ঘ প্রতিটি ভিডিও এর জন্য ১৫০ টাকা এবং ৫ থেকে ১০ মিনিট দীর্ঘ ভিডিও এর জন্য ১০০ টাকা হারে সম্মানী প্রদান করা হবে।
২। ভিডিও এর দৈর্ঘ্য ৫ মিনিট এর কম হলে তা গ্রহণ করা হবে না।
৩। ভিডিও এর সাথে অবশ্যই বাংলাতে ভয়েস ওভার থাকতে হবে।
৪। অন্য কারো ভিডিও ফুটেজ কাট-ছাটঁ করে বানানো ভিডিও গ্রহণযোগ্য নয়।

 

(Visited 7,919 times, 14 visits today)


শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে

Comments

Comments are closed.