মিজানুর রহমান মিজান / আগস্ট 4, 2017

বাংলা ভাইবে আপনাকে স্বাগতম!

শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে

বাংলা ভাইব -এ স্বাগতম। এটি আমাদের প্রথম পোস্ট। এই পোস্ট এ আমরা আমাদের সম্পর্কে কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের উদ্দ্যেশ্য এবং পরিকল্পনা নিয়ে। চলুন শুরু করি।

বাংলা ভাইব একটা বাংলা সোশ্যাল ব্লগিং প্ল্যাটফরম। এর নামকরন করা হয়েছে বাংলা এবং ইংরেজী এই দুটি ভাষার মিশেলে। ভাইব অর্থ atmosphere বা একটা ভাল পরিবেশের মিলনস্থল । আর আমরা এখানে বাংলা ভাষায় ভাল কন্টেন্ট তথা তথ্যের মিলনস্থল করতে বদ্ধ পরিকর।

আমাদের এই ব্লগ কমিউনিটি ব্লগ লেখক এবং বাংলা ভাইব টিমের লেখা কন্টেনটে ভরপুর হয়ে উঠবে। আর আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রশাসনকে নাগরিক হিসাবে সহযোগিতা করবার জন্য ব্রত নিয়ে কাজ করবো ইনশা আল্লাহ। এটা আমাদের নাগরিক দায়িত্ব। আমরা ভাল তথ্যে এই ব্লগ গড়ে তুলবো । এবং তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের এখানে যারা ফ্রীল্যান্স লেখা প্রদান করবেন তাদের আমরা লেখা প্রতি সম্মানী প্রদান করবো। এটা ফ্রীল্যান্স লেখক হিসাবে একজনকে ক্যারিয়ার গড়তেও সহায়তা করবে।

বাংলা ব্লগে এই মুহূর্তে লেখা যাবে তথ্য প্রযুক্তি, পাঁচ মিশালী , ভ্রমন, রসনা বিলাস, লাইফ স্টাইল এবং স্বাস্থ্য নিয়ে। বাংলা ভাইবে কোন অবস্থাতেই রাজনৈতিক এবং ধর্মীয় কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন লেখা প্রকাশ করা হবে না কিংবা কেউ প্রকাশ করা যাবে না। বাংলা ভাইবে কপিকৃত কন্টেন্ট প্রকাশ করা যাবে না আর আপনার নিজের আগের লেখা হলেও সেটা প্রকাশ করা যাবে না। এতে কোন ফেইক নিউজ এবং অশ্লীল কোন কন্টেন্ট প্রকাশ করা যাবে না।  বাংলা ভাইব যদিও কমিউনিটি কন্ট্রিবিউটেড ব্লগ কিন্তু এই মুহূর্তে আমরা সকল পোস্ট লেখককে সম্মানী প্রদান করবো পাবলিশকৃত লেখার জন্য। তাই লেখার সর্বস্বত্ব বাংলা ভাইব সংরক্ষন করবে। তবে আপনার নিজের নামেই পোস্ট যাবে তাই এটা আপনি নিজের ব্লগিং পোর্টফলিও হিসাবে ব্যবহার করতে পারবেন। ইন্টেলেকচুয়াল রাইট আপনার থাকলেও প্রকাশ স্বত্ব আমাদের থাকবে।

আসুন বাংলা ভাইব করে গড়ে তুলি বাংলা ভাষায় সমৃদ্ধ ইন্টারনেট।

(Visited 717 times, 2 visits today)


শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে

Comments are closed.