ব্রণ শরীরের কোথায় হচ্ছে তা কিন্তু বলে দেয় আপনি কোন রোগে আক্রান্ত
আমাদের স্কিনের অনেক সমস্যা আমাদের শরীরের ভিতরগত অনেক সমস্যা অথবা অনিয়মের ইঙ্গিত দেয়। সময় থাকতে আমাদের সে সব সমস্যার দিকে নজর দেয়া প্রয়োজন। যেমন আমাদের শরীরের কোন কোন অংশে ব্রণ হচ্ছে তা দেখে বলে দেয়া যায় আমাদের ভিতরে কি সমস্যা হচ্ছে।
১. গলা অথবা চোয়ালে যদি ব্রণ উঠে তার মানে আপনার Adrenal Gland অতিরিক্ত কাজ করছে।
২. কাঁধে বা শোল্ডারে ব্রণ আপনার হজম প্রক্রিয়ার সমস্যা নির্দেশ করে।
৩. আপনার বডির নিচের দিকে অর্থাৎ নিতম্বে ব্রণ হচ্ছে? এর মানে হল আপনি খুব টাইট প্যান্ট অথবা আন্ডার ওয়্যার পরছেন।
৪. আপনার বুকে যদি ব্রণ উঠে থাকে তার মানে হল আপনি খুব বেশী ঠাণ্ডা বেভারেজ বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন।
৫. কনুইতে যদি ব্রণ হয় তাহলে আপনার শরীরে অনেক বেশী মৃত কোষ তৈরি হচ্ছে।
৬. পেটের উপরের ব্রণ আপানার রক্তের সুগারের মাত্রার ইমব্যালেন্স বুঝায়।
৭. পায়ের নিচের অংশে অর্থাৎ থাই (Tight) এ ব্রণ উঠা মানে আপনার কোন সাবান অথবা লোশনে এলার্জি হচ্ছে।
উপরোক্ত সমস্যা যদি থেকে থাকে তাহলে একজন ডার্মালোজিস্টের পরামর্শ নিন।