মানব মূল্যায়ন কীসে? ব্যক্তিজীবনে নাকি কর্মজীবনে?
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে নতুন করে বলার আসলে কিছুই নেই। নিজের অনবদ্য লেখনীর মাধ্যমে কীভাবে কাউকে মোহাচ্ছন্ন করে ফেলা সম্ভব হুমায়ূন আহমেদ তার পাঠক সম্প্রদায়কে সেটি খুব ভালো ভাবেই উপলব্ধি করাতে পেরেছিলেন। সে যাই হোক, আমার বর্তমান লেখনীটির মূল বক্তব্য আসলে ঠিক হুমায়ুন আহমেদের সাহিত্য জীবন কিংবা সাহিত্যিক হিসেবে হুমায়ুন আহমেদের সফলতা প্রসঙ্গে না,…