
Tareq Abrar / এপ্রিল 22, 2021
মানুষের চন্দ্রবিজয়ের গল্প- ২য় পর্ব
রাইস বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট জন কেনেডির বক্তব্যের পরে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যেন সাজ সাজ রব পড়ে গেলো । চাঁদে মানুষ পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা – নাসা ও ব্যাপক প্রস্তুতি নেয়া শুরু করে । শুরু হয়ে যায় ‘অ্যাপোলো’ নামের নতুন একটি প্রজেক্ট । এর নামকরণ করেছিলেন নাসার ম্যানেজার অ্যাবে সিলভারস্টাইন । ১৯৬০ খ্রিষ্টাব্দের শুরুর দিকে নিজ বাড়িতে একদিন সন্ধ্যার সময় নামটি দেওয়ার কথা হঠাৎ করেই তার মনে হয় । অ্যাবের কাছে মনে হয়েছিল, অ্যাপোলো তার রথে চেপে যেভাবে যাতায়াত করে থাকে, নাসার প্রস্তাবিত বড় ধরনের এই প্রজেক্টের জন্য এর চেয়ে উপযুক্ত নাম আর কিছুই হতে পারে না ।
সাম্প্রতিক মন্তব্যসমূহ