নাম মাত্র খরচে আপনার বাড়িকে করে তুলুন আকর্ষণীয়
৪। ভালো বিছানার চাদর ব্যাবহার করুন
বিছানায় ব্যবহার করুন ভালো মানের চাদর। খুব সুন্দর একটা বেড কভার আপনার রুমকে করে তুলবে দৃষ্টিনন্দন। বেড এ রাখুন নানান সাইজের কুশন। যারা মশারি ব্যবহার করেন তারা মশারি পিলো কভার এ ঢুকিয়ে রাখুন।
৫। সবচেয়ে ভালো টিপস হোল আপনার বাড়ির প্রতিটি রুম এ কিছু ইনডোর প্ল্যান্ট রাখুন। এরা আপনার ঘর সাজানোর পাশাপাশি আপনাকে দিবে বিশুদ্ধ অক্সিজেন এবং পরিশুদ্ধ করবে আপনার ঘরকে। ইন্টারনেট এ পাবেন এমন হাজারো গাছ এর তালিকাএবং সাজানোর টিপস।
৬। আকর্ষণীয় কাটলারির ব্যাবহার
অনেকে রান্না ঘরে পুরনো সেকেলে তৈজসপত্র ব্যবহার করেন। রান্না ঘরে ঢুকলেই মনে হবে এ কোথায় আসলাম। কালারফুল জিনিস আপান্র রান্নাঘরে রাখুন।সুন্দর কিছু কাটলারি আপনার খাবার টেবিলকে আকর্ষণীয় করে দেবে। হোম আপ্লায়েন্স যেমন ব্লেন্ডার, টোস্টার, জুসার এই সব শুধু সাজিয়ে রাখবেন না। ব্যবহার করুন এবং পরিস্কার করে সামনে রাখুন।
৭। ঘরের বাইরের দরজার দিকে খেয়াল দিন
শুধু ঘর সাজালেই হবেনা আপনার ঘরের বাইরের দরজার দিকেও তাকান। জুতা, পাপোশ বালু তে একাকার না তো! বাইরের দরজার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়।
অথবা কিছু মানিপ্ল্যান্ট একটা ছোট মাটির টব এ ঝুলিয়ে দিতে পারেন। অতিথি কলিংবেল দিতে এসে যেন স্বস্তি পান।
সবচেয়ে বড় কথা আপনার যা আছে তা দিয়েই সাজান আপনার ঘর। খুব দামি আসবাব লাগেনা।
অনেকে শুধু বেতের আসবাব দিয়েও সাজান ঘর। ঘর গুছিয়ে রাখলে এম্নিতেই শান্তি এনে দেয় মনে। অপ্রয়োজনীয় আসবাব দিয়ে ঘর ভরে ফেলবেন না। ঘরকেও একটু শ্বাস নিতে দিন!!
One Comment
Comments are closed.