বর্ষাকালের আতঙ্ক : জেনে নিন সাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
শুরু হয়েছে বর্ষাকাল। এখন দিনরাত ঝমঝমিয়ে বৃষ্টি হবে এবং রাস্তা, মাঠ ঘাটে থাকবে একহাঁটু পানি। আর এই পানি এবং অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে বাসার মধ্যে সাপ ঢুকে যাওয়া অত্যন্ত কমন একটি ঘটনা। কিন্তু এতে ভয় পেলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। চলুন আজ জেনে নেই বাসায় সাপ ঢুকলে ও সাপে কাটলে কি করবেন এবং সাপ সম্পর্কে কিছু অজানা তথ্য।
সাপ সম্পর্কে কিছু ভুল ধারণা :
- বেলী, হাস্নাহেনার সৌরভে সাপ কখনো আসেনা। সাপের ঘ্রাণশক্তি অত্যন্ত দূর্বল। তবে সুগন্ধি ফুলে পোকামাকড় আকৃষ্ট হয় বেশি। সেই পোকা খেতে ব্যাঙ আসে আর ব্যাঙ খেতে আসে সাপ। একারণে অনেকে এসব গাছের আশেপাশে সাপ দেখতে পারেন। তবে এসব গাছ বাড়ির মধ্যে থাকলে সাপ খুব কম আসে, কারণ মানুষের উপস্থিতি তারা ভয় পায়।
- আপনি একটা সাপ মারলে তার সঙ্গী কখনোই প্রতিশোধ নেয়ার জন্য আপনাকে দংশন করতে আসবেনা। কারণ সাপের স্মৃতিশক্তি খুবই দূর্বল। এরা নিম্ন জাতের প্রাণী। তবে মেটিংয়ের সময় সাপের পার্টনার কাছাকাছি থাকতেই পারে, বা আশেপাশে গর্ত থাকলে তার বাচ্চারা আসতে পারে, তবে তারা রিভেঞ্জ নেয়ার জন্য নয়, ভুল করে সামনে আসে।
- সাপের বাচ্চাও যেহেতু সাপ, তাই এটা ভাববেন না যে ছোট সাপের বিষ নাই। এটা একটা ভুল ধারণা।
- সাপ দুধ খেতে গোয়ালঘরে হানা দেয়না। সাপ দুধ খায়ইনা। বেশিরভাগ সাপ পোকামাকড় ও ব্যাঙ খায়।
- সাপে কাটলে ব্লেড দিয়ে সে জায়গা কেটে দিলে বিষ বের হয়ে যায়— ভুল ধারণা।
- শক্ত করে বাঁধলে বিষ ছড়াতে পারেনা—ভুল ধারণা।
সাপ কখন দংশন করে?
- যদি ভুল করে মানুষের সামনে চলে আসে, তাহলে সাপ ভয় পায়। পালানোর চেস্টা করে। না পারলে হিংস্র হয়ে দংশন করে। প্রায় সব প্রাণীই এমন, ভয় পেলে হিংস্র হয়।
- বর্ষাকালে সাপের গর্তে পানি ঢুকে যায়, ফলে তারা বাইরে বেরিয়ে আসে। ক্ষেতের আইল, রাস্তা, বালিশের নিচে, আলনার ফাঁকে জায়গা করে নেয়। এসব জায়গায় মানুষ আসলে দংশন করে।
- অন্ধকারে সাপের শরীরে পা পড়লে দংশন করে।
সব সাপই কি বিষাক্ত?
বাংলাদেশে প্রায় ৮০ প্রজাতির সাপ রয়েছে, তাদের মধ্যে প্রায় ২৭টি প্রজাতি বিষাক্ত। আর বিষাক্ত সাপগুলো বেশিরভাগই সামুদ্রিক। কিছু বিষাক্ত সাপের নাম : গোখরা, কালকেউটে, শঙ্খচূড়, চন্দ্রবোড়া ইত্যাদি। চোখের সামনে যাদের আনাগোনা দেখেন, অর্থাৎ মিঠাপানির সাপ বিষাক্ত নয়।
বাসায় সাপ ঢুকলে কি করবেন?
- ভুলেও আতঙ্কিত হবেন না। আপনি আতঙ্কিত হলে সাপ ভয় পাবে, দংশন করবে।
- সাপ দেখলে শব্দ করে হাঁটুন, সাপ মাটির কম্পন বুঝতে পারে, আপনার সাইজ, দূরত্ব আন্দাজ করতে পারে। চলে যায়।
সাপ দংশন করলে বুঝবেন কিভাবে?
- দুটো দাঁতের কামড়ের দাগ থাকলে ধরে নিতে পারেন বিষাক্ত সাপ দংশন করেছে।
- সাপে কাটা মানুষ খুব স্বাভাবিক থাকে শুরুতে। ব্যাথা নাও থাকতে পারে।
- চন্দ্রবোড়া দংশন করলে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্তবমি, রক্তপায়খানা হতে পারে।
- বিষাক্ত সাপ দংশন করলে মাথা ঝিমঝিম করবে, শ্বাস নিতে কষ্ট হবে, চোখে ঝাপসা দেখবে।
সাপ দংশন করলে কি করবেন?
- একদম ঘাবড়াবেন না। অবিষাক্ত সাপের কামড়েও অনেক সময় মানুষ ভয় পেয়ে হার্টঅ্যাটাক করে মারা যায়৷
- সাপেকাটা জায়গা সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
- ব্লেড দিয়ে কাটবেননা।
- যেখানে কামড়াবে সেখানকার নড়াচড়া বন্ধ করে ফেলুন।
- সাপটাকে পারলে চিনে রাখুন বা ছবি তুলে রাখুন, এতে ডাক্তারের চিকিৎসা দিতে সুবিধা হবে। তবে সাপটাকে ধরে রাখা বা মেরে ফেলার দরকার নেই।
- বিষাক্ত সাপে কামড়ালে বাঁচার একমাত্র উপায় হলো—দুনিয়ার কারও কথা না শুনে হাসপাতালে যাওয়া।
- যদি সাপ বিষাক্ত না হয়, তাহলেও হাসপাতালে যাবেন। দরকার হলে ভর্তি হয়ে ২৪ ঘন্টা শুয়ে বসে থাকবেন, তবুও যাবেন।
যতটুকু পেরেছি ডিটেইলস তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের লেখাটি আপনাদের উপকারে আসবে। এখন বর্ষাকাল। প্রতিদিন ঘর, রান্নাঘর, বাথরুম চেক করে ঘুমাবেন। মনে রাখবেন সাবধানতা অবলম্বন করার বিকল্প কিছুই নেই।