
Tareq Abrar / ফেব্রুয়ারী 23, 2021
টেলিপ্রম্পটার: বিখ্যাতদের সাবলীল ও অনর্গল বক্তব্য প্রদানের লুকায়িত হাতিয়ার
আপনারা প্রায়ই টিভিতে বা অনলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের বক্তব্য দিতে দেখে থাকবেন। কখনো খেয়াল করেছেন, তাঁদের মধ্যে অনেকেই স্ক্রিপ্ট না দেখে কিভাবে সাবলীল ও অনর্গলভাবে বক্তব্য দেন? অনেকেই হয়তো একে প্রেসিডেন্টের আশ্চর্য দক্ষতা মনে করেন। কিংবা অনেকেই মনে করতে পারেন, প্রেসিডেন্ট বুঝি বক্তব্য মুখস্ত করে এসেছেন! বাস্তবে আসলে এ দুটির কোনোটিই নয়। লিখিত স্ক্রিপ্ট দেখে বক্তব্য দেয়াটা একটু দৃষ্টিকটু দেখায়। তাই এমন সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ একটি কৌশল প্রয়োগ করা হয়, যার নাম হলো টেলিপ্রম্পটার (Teleprompter)। একে অনেকেই কেবল বুলেট প্রুফ শিল্ড ভেবে ভুল করে থাকেন।
সাম্প্রতিক মন্তব্যসমূহ