
tasnim / ডিসেম্বর 31, 2020
কীভাব মাইক্রোসফট টিম মিটিং ডিভাইস টু ডিভাইস ট্রান্সফার করবেন?
আপনারা নিশ্চয়ই মাইক্রোসফট টিম মিটিংয়ের কথা শুনে থাকবেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে সরাসরি কোন মিটিংয়ে অংশগ্রহণ করা সম্ভব হয়ে উঠছে না। ফলে বিভিন্ন মিটিং অ্যাপসগুলো এখন জনপ্রিয়তার শীর্ষে উঠে দাঁড়িয়েছে। গুগোল মিট, জুম ইত্যাদির মতো বিভিন্ন মিটিং অ্যাপস আজ জনপ্রিয়তার একেবারে তুঙ্গে উঠে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজ এ সকল মিটিং অ্যাপস ব্যবহার করে গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন করছে। তবে সবচেয়ে বেশি যেই মিটিং অ্যাপটি জনপ্রিয়তা পাচ্ছে সেটি হল মাইক্রোসফট টিম মিটিং। এই মিটিং সফটওয়্যারটির অসাধারণ সার্ভিস ও নতুন ফিচারগুলো অন্য মিটিং সফটওয়্যারগুলোর তুলনায় একটু ভিন্ন হওয়ায় গ্রাহকদের নিকট এটি জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই মাইক্রোসফ্ট টিম মিটিং ব্যবহার করে অভ্যস্ত। তবে একটা বিষয় খেয়াল করেছেন কি, আপনি চাইলেই এই মাইক্রোসফট টিম মিটিং এর চলমান মিটিং অন্য একটি ডিভাইসে ট্রানস্ফার করতে পারবেন?
সাম্প্রতিক মন্তব্যসমূহ