চুলোয় তৈরী ভ্যানিলা কেক রেসিপি
কেক আমাদের অনেকেরই পছন্দনীয় একটি স্ন্যাক্স। বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে বিভিন্ন বেকারী কিংবা কমার্শিয়াল কোম্পানীর প্রস্তুতকৃত নানা ধরনের কেক কিনে খেয়ে থাকি। তবে বর্তমানে খাদ্যে-ভেজালের নানা সংবাদ যেভাবে প্রতিনিয়ত শুনতে পাওয়া যায়, বাইরের তৈরী এ কেক গুলো পুরোপুরি স্বাস্থ্য-সম্মত কি না, তা নিয়ে অনেকের মনেই সন্দেহ থেকে যায়। এজাড়াও অনেকে বাইরের খাবার পরিহার করে…