ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুল সোজা করা যায় খুব সহজে
চুল সোজা করা নিয়ে মেয়েদের চিন্তার আর শেষ নেই।। কোঁকড়া চুল নিয়ে অনেকেই নারাজ। Straightener ব্যবহার করেন অনেকেই। রিবন্ডিং করার পর ঝামেলা বেড়ে যায় আরও। তখন তার সাথে যুক্ত হয় চুল পড়ার সমস্যা।সমস্যা চুড়ান্ত রুপ নেয় যখন চুল নতুন করে বাড়তে থাকে। কিছু অংশ সোজা কিছু অংশ বাকা, এক ভয়ংকর অবস্থা! পার্লারে চুল সোজা করতে গেলে যেমন অনেক টাকা ব্যয় হয় ঠিক তেমনি ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ফলে চুল ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুল সোজা করা যায় খুব সহজে
চুল সোজা করার একটা প্রাকৃতিক উপায় জেনে নিন যা আপনি ঘরে বসে বানাতে পারবেন
তার জন্য লাগবে মাত্র দুইটি উপদান।
১.নারকেল দুধ
২.লেবুর রস।
কিভাবে ব্যবহার কিরবেন:
১। ঘন নারকেল দুধ নিতে হবে। পাতলা হলে চুল থেকে গলে গলে পড়বে।
২। দুই একটা লেবু চিপে রস নিয়ে এর সাথে মিশান। এরপর একে Freezer এ রেখে দিন ৪/৫ ঘন্টার জন্য। আমি পুরো রাত রাখি। তাহলে এটি দই এর মত একটা ঘন paste এ পরিণত হবে।
৩। এরপর এটি চুলে ভালো করে লাগান। একটা প্লাস্টিক ক্যাপ পরুন। ৪৫/৬০ মিনিট রাখুন। অনেকে গরম তোয়ালে জড়িয়ে রাখেন। But আমার অনেক ঝামেলা মনে হয়। frown emoticon
৪। এরপর mild কোন শাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৫। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হয়।
কিছু টিপস:
১.নারকেল দুধ পাতলা হলে জবা ফুলের পাতা বাটা এর সাথে মেশাতে পারেন।
যা আপনার চুলে আনবে বাড়তি জেল্লা।
২.সেক্ষেত্রে পানি দিয়ে চুল ধুয়ে নিলেই হবে। জবা পাতার পেস্ট শাম্পুর কাজ করে।
৩.আপনি এর পর ভাল কোন তেল লাগান।
এই প্যাক তাদের জন্য বেশি উপযুক্ত যাদের চুল ঢেউখেলানো। চুল সোজা করার পাশাপাশি এটি আপনার চুল কে সিল্কি করবে।