বিষাক্ত গ্যাস লিকেজ হলে কি করবেন
বিষাক্ত গ্যাস লিকেজ হলে করণীয়:
*আগুন বন্ধ রাখবেন,
*গ্যাস বালব বন্ধ রাখবেন,
*লাইটার,ক্যান্ডেল,স্মোক করবেন না।
*আস্তে ধীরে ঘর থেকে বের হয়ে দূরে কোথাও অবস্থান করুন।
*আক্রান্ত জায়গায় নিঃশ্বাস কম নেয়ার চেষ্টা করুন।
*তাওয়াল বা স্কার্ফ টাইপ কিছু দিয়ে।মুখ,নাক ঢেকে রাখুন।
*গ্যাস না আসার জন্য দরজা জানালা বন্ধ করে গুমট অবস্থার সৃষ্টি করবেন না।
*সম্ভব হলে দূরে কোথাও চলে আসুন। বিশেষ করে যাদের ঘরে শিশু,বৃদ্ধ,শ্বাসকষ্টে আক্রান্ত কেউ আছে।
–
Ammonia Gas Leakage হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই হালকা ভাবে নিবেন না তবে আস্তে ধীরে বের হবেন।
আক্রান্ত হলে First Aid হিসেবে কি করবেন?
১। আক্রান্ত ব্যক্তিকে বিশুদ্ধ বাতাসে নিয়ে যান।
২। হালকা গরম পানি প্রবাহিত করে চোখ ধুয়ে দিন।
৩। পরনের পোশাক ঢিলা করে দিন।
৪। আক্রান্ত ব্যক্তিকে উষ্ণ এবং শান্ত রাখুন।