চুল মোটা ও ঘন করুন এক মাসের মধ্যে

নানারকম হেয়ার স্টাইল করেছেন| কিন্তু তবুও চুলের ফাঁক দিয়ে আপনার টাক উঁকি মেরে পুরো স্টাইলের সর্বনাশ করে দিচ্ছে! এমন অবস্থায় রাস্তায় কেশবতী কন্যা দেখলে কেমন গা জ্বলে বলুন তো? দুশ্চিন্তায় মাথার বাকি চুল না ছিঁড়ে শান্ত হয়ে ‘দাশবাসে’র আজকের আর্টিকেলের টিপসগুলো ফলো করুন| র‍্যাপুঞ্জেলের মত না হলেও একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য আজ এই আর্টিকালে ফাঁস হবে!

চুল মোটা ও ঘন করুন এক মাসের মধ্যে

চুল মোটা করার জন্য অয়েল ম্যাসাজ

অয়েল ম্যাসাজ খুব উপকারী আমাদের মাথার পাতলা চুল মোটা বা ঘন করার জন্য| অয়েল ম্যাসাজের ফলে স্ক্যাল্পে রক্ত চলাচল বেড়ে যায়| ফলে মাথায় নতুন চুল গজায়| আজ আমি আপনাদের ৫ টি খুব উপকারী হেয়ার অয়েলের কথা বলবো যা আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, এবং এই তেলগুলি নিয়মিত ম্যাসাজ করলে আপনার মাথায় নতুন চুল গজাবে এবং খুব সহজেই চুল ঘন হয়ে উঠবে|

১. আদার তেল

আদার তেল বাজারেও কিনতে পাওয়া যায়| কিন্তু যখন বাড়িতেই আপনি আদার তেল বানাতে পারবেন তখন খামোখা কিনবেন কেন? আদার তেল কিন্তু চুলের গোছ বাড়ানোর জন্য খুব উপকারী| আমাদের চুল গোড়া থেকে পাতলা হয়ে গেলে সমানে পড়তে শুরু করে| আদার তেল চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে|

চুল মোটা ও ঘন করুন এক মাসের মধ্যে

উপকরণ

২০০ গ্রাম নারকেল তেল, ৫০ গ্রাম আদা, ২-৩ বড় চামচ অলিভ অয়েল (চাইলে নাও দিতে পারেন)।

পদ্ধতি

আদা চুলে ভালো করে ধুয়ে ছোটো টুকরো করে কেটে একটু থেঁতলে নিন| এবার একটি পাত্রে নারকেল তেল গরম করুন| আদার টুকরোগুলি ওতে দিয়ে দিন| খুব কম আঁচে ২০-২৫ মিনিট ধরে তেল নাড়তে থাকুন| এতে আদার সম্পূর্ণ রস তেলের সাথে মিশে যাবে| ২৫ মিনিট পর গ্যাস বন্ধ করুন| ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ছেঁকে নিন| এবার তার সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন| প্রতিদিন রাতে শোবার আগে এই তেল আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন| সকালে শ্যাম্পু করে নিন| ১ মাসের মধ্যেই আপনার মাথা চুলে ভরে যাবে|

২. জবা ফুলের তেল

জবা ফুল আমাদের চুলের জন্য ‘মায়ের আশীর্বাদ’ বলতে পারেন| এই ফুলের তেল মাথায় লাগালে চুল পড়া চিরতরে বন্ধ হবে এবং খুব তাড়াতাড়ি নতুন চুল গজাতে শুরু করবে| ঘন কালো একগুচ্ছ চুলের জন্য চটপট বানিয়ে ফেলুন জবা ফুলের তেল|

চুল মোটা ও ঘন করুন এক মাসের মধ্যে

উপকরণ

লাল জবা ফুল ১২-১৫ টি, কারি পাতা ১ কাপ, নারকেল তেল ৫০০ গ্রাম|

পদ্ধতি

ফুলের পাপড়িগুলি ও কারি পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন| এবার পাত্রে নারেকেল তেল গরম করে তাতে জবা ফুলের পাপড়ি ও কারি পাতা সাবধানে দিয়ে আঁচ কম করে নাড়তে থাকুন| যাতে পুড়ে না যায়| ১০ মিনিট কম আঁচে নাড়ার পর গ্যাস বন্ধ করুন| তেল ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ছেঁকে রেখে দিন| প্রতিদিন রাতে শোবার আগে ভালো করে ৫ মিনিট ধরে স্ক্যাল্পে ম্যাসাজ করুন|

৩. অ্যালোভেরা তেল

অ্যালোভেরা আমাদের চুল গজানোর সাথে সাথে চুল মজবুত ও ঘন করে| তাই অ্যালোভেরা তেল আপনার মাথার চুল যদি পাতলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বেশ উপকারী হবে|

চুল মোটা ও ঘন করুন এক মাসের মধ্যে

 

ঘৃতকুমারীর জল চুলের জন্য ভালো

উপকরণ

১ টি অ্যালোভেরা পাতা, ১/২ কাপ নারকেল তেল|

পদ্ধতি

অ্যালোভেরা পাতা সমান দু’ভাগে কেটে তার ভেতর থেকে সমস্ত জুস বের করে নিন| একটি পাত্রে নারকেল তেল গরম করুন| তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে খুব সাবধানে আলোভেরা জেল বা জুস তেলে ঢালুন| এবার ৫-৭ মিনিট ক্রমাগত তেল নাড়তে থাকুন| দেখবেন অ্যালোভেরা জেল তেলের সাথে মিশে গিয়েছে| তেল ঠান্ডা হলে একটি পরিষ্কার বোতলে পুরে রাখুন| এই তেল ২ সপ্তাহ ভালো থাকবে| রাতে শোবার সময় প্রয়োজন মত তেল একটি বাটিতে ঢেলে গরম করে ম্যাসাজ করুন|

Similar Posts