মাহবুবা হক / জুন 24, 2020
এটি একটি Cymothoa Exigua নামক পরজীবী যা একটি মাছের মুখে অবস্থান করে এবং মুখের রক্ত নালী গুলোকে বিচ্ছিন্ন করে দিতে থাকে যতক্ষণ না মাছটির জিহ্বা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং পরজীবীটি জিহবার জায়গা গ্রহণ করে। এইটাই একমাত্র প্যারাসাইট যে তার আশ্রয়দাতার শরীরের অঙ্গ খেয়ে ফেলে এবং নিজে তার জায়গা নিয়ে নেয়।
না, জাস্ট একটা লাভা পিট।
ফ্রিতে দিলেও কি খাবেন এমন ভয়ংকর ঝিনুক যার ভিতরে আছে একটা অর্ধ খাওয়া কাঁকড়া!
পুতুলের ছিন্ন মস্তকটি কেমন যেন ভোতিক অনুভূতি দিচ্ছে।
কি ধরনের প্রাণী অথবা খাবার জানা নাই। নাকি এটি ঘর সাজানোর কোন উপকরণ। স্বাভাবিক কি লাগছে?
একজন ব্যক্তি একটু পানি ছিটিয়ে দিতেই সে জীবন্ত!
৮।এই পুতুলটিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা উচিৎ
অনেক ভয় দেখিয়েছ এবার ক্ষান্ত হও।
মনে হচ্ছে হরর কোন মুভিতে ব্যবহৃত কোন চরিত্র।
তাদের মাত্র জন্ম হয়েছে। বর্নবাদ শিখালো কে এদের!
Penicillidia নামক পাখা বিহীন এই মাছি তার পোষক বাদুরকে ছেড়ে কখনো যায় না।
কেউ একজন সুন্দর করে বরফ খণ্ডটি কেটে ওয়ার্নিং সাইন হিসেবে রেখে দিয়েছে যাতে অন্যরা ওই পথে গেলে কি পরিনাম হতে পারে তা বুঝতে পারে।
কেউ এটিকে দাফন করো না হয় এর উপর পা পড়লে কি হতে পারে অনুমান করা যায়।
মাঝের মুণ্ডটি আপনার দিকে তাকিয়ে আছে!
বন্যার পানিতে ভেসে যাচ্ছে পুরো পিঁপড়া দ্বিপ।
ভৌতিক মুভির চরিত্রের আইডিয়া গুলো কি এসব থেকে আসে!
FILED UNDER :অন্যান্য , পাঁচ মিশালী
Comments are closed.
One Comment
Istiak Ahmed says
আমি চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত দেখার কিন্তু ভয়ে স্কিপ করে গিয়েছি