টেলিপ্যাথি
টেলিপ্যাথি একটি অতিপ্রাকৃত বিষয় যা দুটি প্রাণী লিখিত বা মুখে মুখে এমনকি পাঁচটি ইন্দ্রিয় এর একটিও ব্যবহার না করে যোগাযোগ করতে পারে। দুজনের মধ্যে একজন প্রেরক ও অপরজন গ্রাহক হিসাবে কাজ করে- ঠিক একটি রেডিওর মতো। শুধু মানুষের মধ্যেই এই ব্যপারটি সীমাবদ্ধ নয়, পশু-পাখির মধ্যেও টেলিপ্যাথি কাজ করে।