জেনে নিন কম্পিউটার বা মোবাইল ভাইরাস কি এবং কিভাবে তা থেকে নিরাপদ থাকবেন

কম্পিউটার বা মোবাইল ভাইরাস কি?

ভাইরাস হলো মূলত এক ধরনের জীবাণু। আর কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, যা তথ্য-উপাত্ত কে আক্রমণ করে এবং এরা নিজেরাই নিজেদের বৃদ্ধি করতে পারে। একে কখনও কখনও ম্যালওয়্যারও বলা হয়ে থাকে।

এগুলো যেমন মানুষকে ক্ষতি করে থাকে, সেই রকম এগুলো আমাদের আইসিটি যন্ত্রগুলো কেউ ক্ষতি করে থাকে। যখন এগুলো আমাদের মোবাইল বা কম্পিউটার এর মধ্য ঢুকে পড়ে তখনই আমাদের মোবাইল বা কম্পিউটার এগুলো দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার কিছুদিন এর মধ্যই এদের লক্ষণগুলো প্রকাশ করতে থাকে।

এই ভাইরাসগুলো কোন মাধ্যমের উপর ভিত্তি করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। যেমন, কারো কম্পিউটার বা পেনড্রাইভ থেকে নিজের কম্পিউটার বা মোবাইলে ফাইল ছবি কপি করে নিজের কম্পিউটার বা মোবাইলে নিয়ে আসার মাধ্যমে ভাইরাস আমার কম্পিউটার বা মোবাইলে প্রবেশ করতে পারে। ভাইরাস গুলো কোন মাধ্যমের উপর ভিত্তি করে আসে ফলে এগুলো অনত্র যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় এবং সেটি একবার কোনো কম্পিউটার বা মোবাইলে চলে আসলে, সেটা নিজের মতো করেই বৃদ্ধি হতে থাকে।

কম্পিউটার বা মোবাইল ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ,

• কোনো প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।

• মেমোরি কম দেখাচ্ছে, ফলে কাজের গতি কমে গেছে।

• মোবাইল বা কম্পিউটার আগের তুলনায় অনেক ধীর হয়ে গেছে।

• কম্পিউটার বা মোবাইল চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হচ্ছে।

• নতুন অ্যাপস ইনস্টল এর ক্ষেত্রে আগের থেকে বেশি সময় লাগছে।

• চলমান কাজের ফাইল গুলো বেশি জায়গা দখল করেছে।

• কম্পিউটার চালু বা বন্ধ এর ক্ষেত্রে আগের থেকে বেশি সময় লাগছে অথবা কাজের মধ্যে হঠাৎ করে রিস্টার্ট হয়ে যাচ্ছে।

• ফোল্ডার বা ফাইল গুলোর নাম একাই পরিবর্তন হয়ে গেছে।

ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করে,

• কম্পিউটারে বা মোবাইলে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে।

• কোনো ডেটাকে বিকৃত বা Corrupt করে দিতে পারে।

• কম্পিউটার বা মোবাইলে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত জিনিস প্রদর্শন করতে পারে।

• কম্পিউটার বা মোবাইলের ডিসপ্লে কে বিকৃত বা Corrupt করে দিতে পারে।

• সিস্টেমের কাজের গতিকে কমিয়ে দিতে পারে।

• এমনকি মেমোরি বা হার্ডডিস্ককে একেবারে নষ্ট করে দিতে পারে।

এতোক্ষণ জানলেন কম্পিউটার বা মোবাইল ভাইরাস কি? এগুলো কীভাবে ক্ষতি করে থাকে? এবং এগুলোর লক্ষণ কি কি? তো এবার এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যা যা করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব।

কম্পিউটার ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সমূহ,

• অন্য কারো কাছ থেকে কোনো ফাইল বা কোনো ভিডিও,গান ইত্যাদি কপি করে নেওয়ার পূর্বে সে গুলোকে ভাইরাস মুক্ত করে নেওয়া উচিত।

• ইন্টারনেট থেকে কোন ফাইল ডাউনলোড করার সময় সতর্ক থাকা।

• ট্রাস্টেড বা নির্ভরযোগ্য ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও থেকে কোন কিছু ডাউনলোড না করা।

• অপ্রদর্শিত বিজ্ঞাপনগুলোতে ক্লিক না করা।

• অ্যান্টিভাইরাস ব্যবহার করা এবং সেগুলো নিয়মিত আপডেট বা হালনাগাদ করে রাখা।

• খুবই গুরুত্বপূর্ণ ফাইলসমূহকে নির্দিষ্ট স্থানে ব্যাকআপ রাখা।

• সপ্তাহে একবার কম্পিউটার বা মোবাইলকে স্ক্যান করা।

• ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকা এবং সন্দেহমূলক ইমেইল ওপেন না করা।

• অবশ্যই গেম ফাইল ব্যবহার করার আগে ভাইরাস চেক করে নেওয়া।

তো আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। 

Similar Posts