
Antara Das / ফেব্রুয়ারী 10, 2021
লেক মিশিগান তীরের শিকাগো শহর ( ১ম পর্ব )
শিকাগোর কথা মনে গেঁথে যায় সেই ইংরেজি পাঠ্যবইয়ে হে মার্কেটের আন্দোলন নিয়ে লেখাটা পড়ে। শ্রমিকদের আট ঘন্টা কর্মদিবসের দাবিতে সেই ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেট স্কয়ার উত্তাল হয়ে উঠে। গোলাগুলি, হতাহত, বিচার, প্রহসন, রাজনৈতিক অস্থিরতা আরো অনেক কিছু হয়। ইতিহাসে সেটা “হে মার্কেট এফেয়ার” নামে পরিচিত। সেখানে থেকেই জন্ম নেয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। তারপরে অনেকগুলো বছর কেটে গেছে। আমার জানা নেই, এখনো সেই হে মার্কেট আন্দোলনের কথা ইংরেজি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত আছে কি না।
সাম্প্রতিক মন্তব্যসমূহ