
tasnim / এপ্রিল 6, 2021
বইমেলায় গমন : যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত
বইমেলা যেন সকল লেখক ও পাঠকের প্রাণের মেলা। বইপ্রেমীরা সুদীর্ঘ এক বছর ধরে এই বইমেলা হওয়ার অপেক্ষা করে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বইমেলা নিয়ে অনেক কথাই উঠেছিল। বেশ কয়েকবার ধারণা করা হয়েছিল এবার ভার্চুয়াল বইমেলা সংঘটিত হবে। কিন্তু পাঠকদের মনের অবস্থাটা বোঝার কারণেই কি-না অথবা অন্য কোনো কারণে বইমেলা অন্যান্য বছরের মতো এবছরও স্বাভাবিকভাবেই হচ্ছে। বই মেলায় যাওয়ার আনন্দটা অনুভব করার জন্য ছোটো বড়ো সকলেই ছুটে চলছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। বইমেলা শুরু হওয়ার লগ্ন থেকে বই কিনে বোঝাই হাতে করে বাড়িতে ফিরে আসার আনন্দটা যেন সত্যিই অপূর্ব। আর করোনাকালীন এই আনন্দটা অনুভব করা হয়তো কেউ কল্পনাও করতে পারে নি বিধায় আনন্দের সীমা ছাড়িয়ে গিয়েছে।
সাম্প্রতিক মন্তব্যসমূহ