
afrozsadia / মার্চ 23, 2021
আওকিগাহারা : জাপানের রহস্যময় সুইসাইড ফরেস্ট
পৃথিবীর সব থেকে পরিশ্রমী আর সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত জাপানিজদের সাথে আত্মহত্যা কথাটি বেমানান হলেও তাদের গোটা একটা বনের নামই সুইসাইড ফরেস্ট যেখানে মানুষ আত্মহত্যা করতে যায়! জাপানের সুইসাইড ফরেস্ট হিসেবে পরিচিত এই বনের প্রকৃত নাম আওকিগাহারা। এখানে প্রতি বছর গড়ে ১০০জনের বেশি মানুষ আত্মহত্যা করে থাকে!! গুমোট অন্ধকার পুরো বন জুড়ে, সূর্যের আলো ঘন গাছ পালা ভেদ করে ভিতরে আসেনা বললেই চলে, চারদিকে অসম্ভব রকমের নিস্তব্ধতা, নেই কোনো প্রানের অস্তিত্ব, তার ওপরে চোখে পড়তে পাড়ে গাছের ডালে ঝুলন্ত লাশ, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মরা মানুষের কঙ্কাল! কোনো হরর মুভির থেকেও হতে পারে ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি কেউ জাপানের এই ভৌতিক রহস্যে ভরা আওকিগাহারা ফরেস্টে পাড়ি জমায়! সাধারণত কোনো মানুষ ভ্রমণের জন্য এই বনে যায় না, যাদের উদ্দেশ্য থাকে আত্মহত্যার তারাই নির্ভিক ভাবে পা বাড়ায় এই বনে। আবার জাপানিজরা অনেকে বিশ্বাস করে এই বনে যে যায় সে আর ফিরে আসেনা! এমনি সব গল্প-কাহিনি আর রহস্যে ভরা জাপানের মাউন্ট ফুজির কাছে অবস্থিত সুইসাইড ফরেস্ট হিসেবে পরিচিত আওকিগাহারা।
সাম্প্রতিক মন্তব্যসমূহ