প্রকৃতিতেই পাওয়া এই ছবিগুলো কেমন যেন অস্বস্তিকর এবং ভীতিকর!
ছবি গূলো কারো কারো কাছে খুব ভীতিকর লাগতে পারে কার কাছে একটু অস্বস্তিকর !
১। এই ছবিতে দেখা যাচ্ছে একধরনের পরজীবী যারা জিহ্বা হিসেবে বাস করে
এটি একটি Cymothoa Exigua নামক পরজীবী যা একটি মাছের মুখে অবস্থান করে এবং মুখের রক্ত নালী গুলোকে বিচ্ছিন্ন করে দিতে থাকে যতক্ষণ না মাছটির জিহ্বা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং পরজীবীটি জিহবার জায়গা গ্রহণ করে। এইটাই একমাত্র প্যারাসাইট যে তার আশ্রয়দাতার শরীরের অঙ্গ খেয়ে ফেলে এবং নিজে তার জায়গা নিয়ে নেয়।
২।নরকে যাবার গুহা?
না, জাস্ট একটা লাভা পিট।
৩। ঝিনুক খেয়েছেন কখনো?
ফ্রিতে দিলেও কি খাবেন এমন ভয়ংকর ঝিনুক যার ভিতরে আছে একটা অর্ধ খাওয়া কাঁকড়া!
৪।নির্জন দ্বীপের এই কাঁকড়া
পুতুলের ছিন্ন মস্তকটি কেমন যেন ভোতিক অনুভূতি দিচ্ছে।
৫।Eulagisca Gigantea
কি ধরনের প্রাণী অথবা খাবার জানা নাই। নাকি এটি ঘর সাজানোর কোন উপকরণ। স্বাভাবিক কি লাগছে?
৬।এই মাছটির মানুষের মত দাঁত আছে অথবা মানুষের দাঁত মাছের মধ্যে সেট হয়েছে
৭। ছবিতে দেখা যাচ্ছে ঝরাপাতার মতো পড়ে ছিল ব্যাঙটি
একজন ব্যক্তি একটু পানি ছিটিয়ে দিতেই সে জীবন্ত!
৮।এই পুতুলটিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা উচিৎ
অনেক ভয় দেখিয়েছ এবার ক্ষান্ত হও।
৯। ছবি টি হারনেট নেস্ট অথবা ভ্রমরের বাসা যা একটা কাঠের মূর্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে
মনে হচ্ছে হরর কোন মুভিতে ব্যবহৃত কোন চরিত্র।
১০। মা শতপদী বা Centipede তার বাচ্চাদের বুকে ধরে রেখেছে। অনেক মমতাময় দৃশ্য!
১১। অজগর সাপেরা সিদ্ধান্ত নিয়েছে একই রঙয়ের সাপেরা একসাথে অবস্থান করবে!
তাদের মাত্র জন্ম হয়েছে। বর্নবাদ শিখালো কে এদের!
১২।বাদুড়ের পরজীবী
Penicillidia নামক পাখা বিহীন এই মাছি তার পোষক বাদুরকে ছেড়ে কখনো যায় না।
১৩।দুর্ভাগা শিয়ালটি বরফ পানিতে ডুবে গিয়েছিল
কেউ একজন সুন্দর করে বরফ খণ্ডটি কেটে ওয়ার্নিং সাইন হিসেবে রেখে দিয়েছে যাতে অন্যরা ওই পথে গেলে কি পরিনাম হতে পারে তা বুঝতে পারে।
১৪। Puffer fish এর কঙ্কাল।
কেউ এটিকে দাফন করো না হয় এর উপর পা পড়লে কি হতে পারে অনুমান করা যায়।
১৫।শুকিয়ে যাওয়া ফুল যেন নরকঙ্কালের মুন্ড
মাঝের মুণ্ডটি আপনার দিকে তাকিয়ে আছে!
১৬। পিঁপড়াদের একটা দ্বিপ
বন্যার পানিতে ভেসে যাচ্ছে পুরো পিঁপড়া দ্বিপ।
১৭।বান মাছ জাতীয় এই Lamprey এর মুখের ভিতরটা কেমন লাগছে!
ভৌতিক মুভির চরিত্রের আইডিয়া গুলো কি এসব থেকে আসে!
আমি চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত দেখার কিন্তু ভয়ে স্কিপ করে গিয়েছি