খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

আমাদের সবার ঘরেই এমন পুরনো খবরের কাগজের স্তুপ পড়ে থাকে। একটু চেস্টা করলেই সেগুলোকে কাজে লাগানো যায়।আর বানিয়ে ফেলা যায় খুব সুন্দর সুন্দর শোপিস। এই টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি কিভাবে ধাপে ধাপে তা করবেন।

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

খবরের কাগজ দিয়ে গাছ বানাতে কি কি লাগবেঃ

*  নিউজ প্রিন্ট কাগজ

* আইকা বা গাম

* কাঁচি

* একটি চিকন পেন্সিল অথবা গোল আকারের যে কোন চিকন কাঠি।

* রঙ ( এক্রেলিক অথবা স্প্রে) সাদা, বাদামি, কফি কালারের

কিভাবে করবেন

১। প্রথম ধাপে কাগজকে চিকন পেন্সিলে কোনা ধরে মোড়াতে হবে। শেষ মাথা আইকা দিয়ে আটকে দিবেন। এভাবে অনেক গুলা বানিয়ে নিতে হবে।

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

দ্বিতীয় ধাপঃ


খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

২। এই ধাপে সব গুলো কাগজের স্টিককে একসাথে গোঁড়ার কিছু অংশ বাদ দিয়ে জোড়া লাগাতে হবে। উপরে একটা আলাদা কাগজ দিয়ে মুড়িয়ে দিন। ছেড়ে দেয়া অংশ হাত দিয়ে একটু ছড়িয়ে দিন যাতে গাছের গোঁড়ার মত মনে হয়।

তৃতীয় ধাপঃ

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

৩। এই ধাপে আরেকটা স্টিক ছবিতে জেভাবে দেখানো হয়েছে সেভাবে মোড়াতে হবে। অবশ্যই স্টিকের নিচের অংশে গাম লাগিয়ে নিবেন।

চতুর্থ ধাপঃ

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

৪। এরপর উপরের দিকের স্টিক গুলোকে দুইভাগে ভাগ করে নিয়ে মোড়াতে থাকুন। এভাবে মোটা ডালের আকৃতি দিতে হবে।

পঞ্চম ধাপঃ

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

৫। উপরের অংশ থেকে আবার ছোট ছোট সেকশানে ভাগ করে মোড়াতে থাকুন। বাস্তবিক গাছের ডাল যেমন হয় সেরকম আকার দিন।

ষষ্ট ধাপঃ

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

৬। এবারে স্টিকগুলার একদম শেষ প্রান্ত পেন্সিলের সাথে মুড়িয়ে ছেড়ে দিন। সুন্দর একটা লতানো ভাব আসবে। ছবিতে জেভাবে দেখানো হয়েছে সেভাবে প্রান্ত গুলো ছড়ে দিয়ে বাকী ডাল গুলো মুড়িয়ে নিন।

সপ্তম ধাপঃ

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

৭। সময় নিয়ে গাছের উপরের দিকের প্রতিটা ডাল বানিয়ে নিন। খেয়াল রাখবেন একটা সামঞ্জস্য যেন থাকে।

অস্টম ধাপঃ

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

 

৮। ভালো করে মোড়ানো হয়ে গেলে এই ধাপে সাদা এক্রেলিক অথবা স্প্রে কালার দিয়ে রঙ এর একটা পরত দিন। এতে কাগজের লেখা গুলো ঢেকে যাবে এবং উপরে যে রঙ করা হবে তাও উজ্জ্বল হবে।

নবম ধাপঃ

খবরের কাগজ দিয়ে বানিয়ে নিন সুন্দর এই গাছ (ধাপে ধাপে করে দেখানো হয়েছে)

৯। সব শেষ ধাপে সাদা রঙ শুকিয়ে গেলে তার উপর মনের মত রঙ করে নিন। হয়ে গেল খুব সুন্দর একটা গাছ।

আপনি ইচ্ছে করলে এতে কাগজ স্টিক কে মুড়িয়ে পাতা বানিয়ে লাগাতে পারেন। দুই তিনটা ছোট পাখি ও দিতে পারেন। সব আপনার ইচ্ছা এবং রুচির উপর নির্ভর করে।

তারপর ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এর উপর ট্রান্সপারেন্ট স্প্রে অথবা ক্লিয়ার বার্নিশ দিলে আর পানি লাগলেও আকার নষ্ট হবেনা। অনেকদিন ধরে ভাল থাকবে।

Similar Posts