অন্তুর চিঠি
সে বছর জোছনাকান্দি গ্রাম থেকে একটি ছেলে হায়ার সেকেন্ডারিতে উত্তীর্ণ হয়েছিল। গ্রামের মানুষের মধ্যে সে কী উচ্ছাস,উন্মাদনা,হুলস্থূল কাণ্ড! পাশের গ্রামের পঙ্গু রহিম চাচা থেকে শুরু করে আধ ক্রোশ দূরের গ্রাম শৈলবিছার দিনমজুর মমতাজ চাচি, সবাই দেখতে এসেছিল অন্তুকে। গ্রামের সবার আদরের অন্তু শহরের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে। চারিদিকে উৎসবমুখর পরিবেশ। এদিকে ছোটবেলায় পিতৃহারা ছেলেটির পড়ার খরচ…