মস্তিস্ক বা ব্রেইন নিয়ে কিছু মজার তথ্য
মস্তিস্ক বা ব্রেইন হলো মানব দেহের নার্ভাস সিস্টেমের কেন্দ্রীয় অর্গান। মানব ব্রেইনের মুল গঠন উপাদান হল নিউরন। মস্তিস্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন থাকে। এই নিউরন বৈদ্যুতিক সংকেতের আকারে আমাদের সবধরনের অনুভূতি পরিবহন করে। হিপোক্যাম্পাম্পস, মস্তিষ্কের অংশ যেটি “মেমরি সেন্টার” বলে বিবেচিত, তা লন্ডন এর ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের উল্লেখযোগ্যভাবে বড়। কারণ লন্ডন এর ২৫,০০০রাস্তার নেভিগেট সময় তারা যে পরিমান মানসিক পরিশ্রম করেন তার কারণে।
মস্তিস্ক বা ব্রেইন নিয়ে আরও কিছু মজার তথ্যঃ
১। মানুষের মস্তিস্কে ব্রেইন প্রতি সেকেন্ডে ১০১৫ টি হিসাব করার ক্ষমতা আছে।যা পৃথিবীর সবচে বড় সুপার কম্পিউটারেরও নেই!
২। মানব মস্তিস্কের প্রায় ৭৫ ভাগই পানি!
৩। বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিস্কের ওজন থাকে ৩৫০-৪০০ গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় ১৩০০-১৪০০ গ্রাম!
৪। একজন মানুষের ব্রেইন,অন্যান্য স্তন্যপায়ী প্রানীর চেয়ে প্রায় ৩ গুন বড়|
৫। ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্য মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই
৬। জাগ্রত থাকা অবস্থায় আমাদের মস্তিস্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে। যা একটি লাইট বাল্ব জালানোর জন্য যথেষ্ট
৭। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া মাত্র ৫ মিনিট টিকতে পারবে
৮। মানুষের নিউরনে তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হলো প্রায় ২৫৮.৪৯০ মাইল/ঘণ্টা। আর বর্তমান বিশ্বে সবচে দ্রুততম গাড়ি “বুগাত্তি ভেরন ই.বি ১৬.৪” এর গতিবেগ ২৫৩ মাইল/ঘন্টা
৯। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম
মস্তিস্ক বা ব্রেইন নিয়ে আরও কিছু তথ্যঃ
১০। ৩০ বছর বয়সের পর থেকে মানুষের ব্রেনের ভর প্রতি বছর .২৫% করে বাড়তে থাকে!
১১। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনিস্টাইনের মস্তিস্কের ভর ছিলো ১২৭৫ গ্রাম,যা স্বাভাবিকের চেয়ে অনেক কম!
১২। শরীরের কোলেস্টেরলের ২5 শতাংশ মস্তিষ্কের মধ্যে অবস্থিত। কোলেস্টেরল প্রতিটি মস্তিষ্কের কোষের অবিচ্ছেদ্য অংশ। পর্যাপ্ত কোলেস্টেরল ছাড়া মস্তিষ্ক কোষ মরে যায়।
১৩। মস্তিষ্ক টিস্যুর একটি অংশ যা একটি শস্যের আকারের , তাতে 100,000 নিউরোন এবং 1 বিলিয়ন synapses আছে। এদের সবার একে অপরের সাথে যোগাযোগ রয়েছে।
১৪। ১৩ মিলিসেকেন্ডের কম সময়ে দেখা কোন ইমেজ কে আপনার ব্রেইন প্রসেস করতে পারে যা চোখের একটি পলক ফেলার সময়ের সমান।
১৫। গত 10 থেকে ২0 হাজার বছর ধরে মানুষের মস্তিস্কের আকার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে। হারিয়ে যাওয়া ভলিউম একটি টেনিস বলের আকারের সমতুল্য।
১৬। এক ব্যক্তি প্রতিদিন যে হাজার হাজার চিন্তা করে থাকেন, অনুমান করা হয় যে এর 70% নেতিবাচক – স্ব-সমালোচনামূলক, নিন্দাবাদী, এবং ভয় থেকে আসে।