সুস্বাদু ইতালিয়ান পাস্তা ঝটপট ঘরেই তৈরি করুন

ইতালিয়ান পাস্তা পৃথিবীর সব দেশেই জনপ্রিয় এবং লোভনীয় একটা খাবার। বিকালের নাস্তা কিংবা ব্রেকফাস্ট, ডিনারেও অনেকে খেতে ভালবাসেন। চিজে আর হোয়াইট সসে ঢাকা পাস্তা নিমিষেই লোভ জাগায় মনে। খিদে না থাকলেও খিদে পেয়ে যায় ইতালিয়ান পাস্তার সাজানো প্লেট সার্ভ করা হলে সামনে। কিন্তু দোকানের পাস্তা অনেক দামী বস্তু। কত ভালো হয় যদি নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারি এই পাস্তা। আপনি পরের বারের জন্য সংরক্ষণ ও করতে পারবেন। তাহলে চলুন শিখে নেই কীভাবে ঘরেই বানাবো আমরা ইতালিয়ান পাস্তা।

সুস্বাদু ইতালিয়ান পাস্তা ঝটপট ঘরেই তৈরি করুন

ঝটপট ঘরেই তৈরি করুন সুস্বাদু ইতালিয়ান পাস্তা

উপকরণঃ

1. দুই কাপ ময়দা
2.৬ টি ডিম (স্বাভাবিক তাপমাত্রার)
3.৫ টেবিল চামচ অলিভওয়েল
4.লবণ

সুস্বাদু ইতালিয়ান পাস্তা ঝটপট ঘরেই তৈরি করুন

প্রস্তুত প্রণালীঃ

1.ময়দার উপরে ডিম, অলিভ ওয়েল ও লবণ দিন।
2.কাঁটা চামচ দিয়ে ডিমের কুসুম ফেটিয়ে নিন।
3.এরপর পুরো মিশ্রনটি ভালো করে ময়ান করে নিন।
4.ময়ানটি মসৃণ না হওয়া পর্যন্ত সেটাকে টানুন ও ময়ান করুন। খুব ভালো করে ময়ান করা হয়ে গেলে ডো টা কে দুই ভাগে ভাগ করে বলের মত আকৃতি দিয়ে রাখুন।

সুস্বাদু ইতালিয়ান পাস্তা ঝটপট ঘরেই তৈরি করুন

5.৫ মিনিট রেখে দিন ডো গুলোকে।
6.এরপর রুটি বেলার পিড়িতে সামান্য শুকনা ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিন ডো গুলোকে।
7.এরপর পাস্তা কাটার/পিজা কাটার/ ছুরি দিয়ে পছন্দ মত আকৃতিতে কেটে নিন পাস্তা। আপনার পাস্তা এবার রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেলো।
8.চুলায় গরম পানিতে পরিমাণমত লবণ দিন। ফুটন্ত লবণ পানিতে মাত্র ৪/৫ মিনিট রাখলেই করলেই পাস্তা সেদ্ধ হয়ে যাবে ভালো করে।
9.এরপর পছন্দের টপিং, চিজ, মশলা ও সস দিয়ে স্বাদ মত বানিয়ে পরিবেশন করুন ঘরে বানানো সুস্বাদু পাস্তা।

ঘরে তৈরী পাস্তা খেতে খুবই তাজা ও সুস্বাদু হয়। তাই আজই বানিয়ে ফেলুন মজাদার পাস্তা। পাস্তা কেটে নেয়ার পর ৩/৪ ঘন্টা শুকিয়ে বাক্সে ভরে ফ্রিজে রাখলে ৪দিন পর্যন্ত ভালো থাকে। এছাড়াও সেদ্ধ করে বাক্সে ভরে ফ্রিজে রাখলেও কয়েকদিন ভালো থাকে এই পাস্তা।

Similar Posts