
সাদ ইবনে রহমান / জানুয়ারী 6, 2021
দেজা ভ্যু – মনের এক রহস্যময় অদ্ভুত অনুভূতি
দেজা ভ্যু আমরা সবাই কম বেশী অনুভব করেছি । নতুন কিছু দেখলে আমাদের মাঝে মাঝে মনে হয় এটা কোথায় যেন দেখেছি । কিন্তু তারপরই মনে হতে থাকে এটা তো এতোটা পরিচিত মনে হবার কথা নয় ! এটাই আসলে দেজা ভ্যু এর অনুভুতি । আপনি কোন কিছুকে মনে করছেন আগেই কোথাও দেখেছেন, সুস্পষ্টভাবে তা মনে করতে পারছেন না । কিন্তু আপনার অনুভব হবে যে এটা স্বাভাবিকের থেকেও বেশী চেনা চেনা মনে হচ্ছে যেটা আসলে এতোটা পরিচিত মনে হবার কথা না । আমারা অনেকই এই অনুভুতিকে অতিপ্রাকৃত এবং রহস্যপূর্ণ মনে করি । যেহেতু এই অনুভুতি সচারচর দেখা যায় না তাই একে কৃত্রিম ভাবে তৈরি করে গবেষণা করা কঠিন হয়ে দাঁড়ায় । কিন্তু বিজ্ঞানীরা কিছু উপায় তৈরি করেছেন । তারা হিপনোটাইস এবং ভার্চুয়াল রিয়্যালিটি ব্যাবহার করে পরীক্ষা নিরিক্ষা করে দেখেন । কম বয়সী তরুন-তরুণীদের এই অনুভুতি বেশী হতে দেখা যায় । এর প্রথম অনুভুতি ৬ থেকে ১০ বছরের মধ্যেই অনুভূত হয় ।
সাম্প্রতিক মন্তব্যসমূহ