রোমের গল্প (২)
হাঁটতে হাঁটতে দেখা যাবে রোমের প্রায় সব রাস্তা বা চত্বরগুলোতে কিছুদূর পরপরেই রয়েছে শৈল্পিক ফাউন্টেন বা ঝর্ণা। সেগুলোর কোনটায় দেবশিশু, কোনটায় বিশালাকৃতির ঝিনুক এবং অধিকাংশ গুলোতেই বিভিন্ন রোমান দেবদেবী ও পৌরাণিক চরিত্রের ভাস্কর্যরূপ ফুটিয়ে তোলা হয়েছে। ঝর্ণাগুলোতে প্রায়ই কয়েন পড়ে থাকতে দেখা যায়, ট্যুরিস্টরা সেগুলো ফেলে যায়। মজার ব্যাপার হচ্ছে এইসব কয়েন চুরি করার লোকেরও…