ঈশপের গল্প কোথা থেকে এলো!
ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ছোট ছোট গল্প শুনে আসছি যার সারমর্মে ছিল একটি করে নীতিবাক্য। কখনো বনেরর বাঘের গল্প আবার কখনো চালাক শিয়ালের। এই ছোট ছোট গল্পের বিভিন্ন পশু পাখির বাস্তবিক রুপায়নে নীতিশাস্ত্রের পাঠ পড়াতে গল্পকার ছিলেন ঈশপ। এই ছোট ছোট গল্প গুলোকে বলা হয় ঈশপের গল্প।