কিডনিতে পাথর হওয়ার কিছু কারণ জেনে নিন
“কিডনির পাথর” জিনিসটা আসলে সেধরনের কঠিন পাথর নয় কিন্তু। মানবদেহের কিছু অসচেতনতার কারণে কিডনিতে ছোট /বড় বিভিন্ন পাথর আকৃতির কিছু পদার্থের সৃষ্টি হয়। আর তাই সেগুলোকে কিডনির পাথর বলা হয়। কিডনিকে মানবদেহের পরিশোধন তন্ত্র বলা হয়। আর এই কিডনির যত রকমের রোগ আছে তার মধ্যে কিডনিতে পাথর রোগটি বেশ পুরনো।